ওয়েব ডেস্ক: বলিউডর ‘মিস্টার পারফেকশনিস্ট'(Mr. Perfectionist) অভিনেতা আমির খান(Amir Khan) অন্যান্য কারণ এর পাশাপাশি তাঁর বিভিন্ন ধরনের লুকের জন্য মাঝে মাঝেই সংবাদের শিরোনামে উঠে আসেন।
আরও পড়ুন:লন্ডনে অরিজিতের কনসার্টের বিদ্যুৎ কাটল কর্তৃপক্ষ, কী অবস্থা দেখুন
সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে তার ওজন বেশ কিছুটা বেড়েছে। অথচ তার সর্বশেষ ছবি ‘সিতারে জমিন পার'(Sitaare Zameen Par) যারা দেখেছেন তারা বুঝতে পারবেন যে তিনি যথেষ্ট ফিট ছিলেন। অথচ তার সর্বশেষ লুক ভাইরাল হওয়ার পর অনেকেরই ধারণা হয়েছে যে তার আসন্ন ছবি দাদা সাহেব ফালকের বায়োপিকের(Dadasaheb Phalke Biopic) চরিত্রে কাজ করার জন্যই তার এই লুক। সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে যথেষ্ট চর্চা হচ্ছে। অনেক নেটিজেন তার বয়সের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। অনেকে লিখেছেন, দাদাসাহেব ফালকের বায়োপিকের জন্যই তিনি ওজন বাড়িয়েছেন!
প্রসঙ্গত, আমির খান এবং পরিচালক রাজকুমার হিরানি(Rajkumar Hirani) দাদাসাহেব ফালকের বাপি কে একসঙ্গে কাজ করবেন। দুজনে ই এই বায়োপিক বানানোর কথা বেশ কয়েক বছর ধরে ভাবছিলেন। রাজকুমার হিরানি ছবির স্ক্রিপ্ট নিয়ে যখন ব্যস্ত ছিলেন তখন আমির তার অন্যান্য প্রজেক্টৈর কাজ করছিলেন।
আমিরের টিম সাম্প্রতিক একটি বিবৃতিতে প্রকাশ করেছেন যে হিন্দি ছবিতে এখনো কেউ এই গল্প বলেননি। ইতিমধ্যেই লস এঞ্জেলেসের ভিএফএক্স স্টুডিও ডিজাইনের কাজ কিছুটা এগিয়ে নিয়েছে।