নদিয়া: অবশেষে বাস্তবায়িত হল শান্তিপুরবাসীর (Shantipur) দীর্ঘদিনের দাবি। বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থানুকূল্যে প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা ব্যয়ে শান্তিপুর গোবিন্দপুর বাইপাস সংলগ্ন স্থানে শহরে প্রবেশের তোরণ নির্মাণের কাজ শুরু হয়েছে।
শুক্রবার শিলান্যাসের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা করেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য বাসন্তী সরকার, পূর্ত দফতরের আধিকারিক ইঞ্জিনিয়ারসহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং বহু সাধারণ মানুষ। শান্তিপুর বিগ্রহ বাড়ির তরফে উপস্থিত ছিলেন সমন্বয় সমিতির অন্যতম সদস্য স্বরূপ গোস্বামী।
আরও পড়ুন: মুর্শিদাবাদে জলের তলায় ৪০টি বাড়ি
বিধায়ক জানান, শান্তিপুর শহরে প্রবেশ এবং প্রস্থানের পথে দুটি তোরণ নির্মাণের পরিকল্পনা রয়েছে। তার মধ্যে প্রথমটির কাজ শুরু হল। পাঁচপোতা অঞ্চলে প্রথমে তোরণ নির্মাণের প্রস্তাব থাকলেও জাতীয় সড়কের অনুমতি না পাওয়া এবং স্থানীয়দের সুরক্ষার কথা ভেবে গোবিন্দপুর বাইপাস সংলগ্ন এলাকাকে বেছে নেওয়া হয়েছে।
বিগ্রহ বাড়ি সমন্বয় সমিতির তরফে দীর্ঘদিন ধরেই তোরণ নির্মাণের দাবি জানানো হয়েছিল। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। দ্বিতীয় তোরণের কাজ পূর্ত দপ্তরের সঙ্গে আলোচনার পর শুরু হবে বলে জানিয়েছেন বিধায়ক।
দেখুন আরও খবর: