Saturday, September 20, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollদুর্গাপুজোর আর্থিক অনুদান কর্মসূচি, ১৫৮টি পুজো কমিটি পেল অনুদানের চেক
Durga Puja 2025

দুর্গাপুজোর আর্থিক অনুদান কর্মসূচি, ১৫৮টি পুজো কমিটি পেল অনুদানের চেক

রানাঘাটে দুর্গাপুজো উদ্যোক্তাদের হাতে রাজ্য সরকারের অনুদান চেক তুলে দিল প্রশাসন

নদীয়া: রাজ্য সরকারের দুর্গাপুজো (Durga Puja 2025) অনুদান কর্মসূচির অংশ হিসেবে শনিবার নদীয়ার (Nadia) রানাঘাট (Ranaghat) নজরুল মঞ্চে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ১৫৮টি পুজো কমিটির হাতে এক লক্ষ দশ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসনের আধিকারিকরা।

আরও পড়ুন: কৃষ্ণগঞ্জের মাজদীয়া গ্রামের এবছরের থিম বাংলার ‘সহজপাঠ’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশিষ মৌর্য, এসডিপিও সবিতা গোটেয়াল এবং জেলা প্রশাসনের অন্যান্য শীর্ষকর্তারা। পুলিশ সুপার আশিষ মৌর্য বলেন, “রাজ্য সরকারের এই অনুদান পুজো কমিটিগুলিকে আরও সুষ্ঠুভাবে ও স্বচ্ছলভাবে উৎসব পালনে সহায়তা করবে। শারদীয়া উৎসবকে ঘিরে যাতে কোন সমস্যা না হয়, সেজন্য পুলিশ সর্বদা সতর্ক থাকবে এবং প্রয়োজনে পাশে থাকবে।”

মুখ্যমন্ত্রীর ঘোষণামতো রাজ্যের প্রতিটি পুজো কমিটি এই আর্থিক সহায়তা পাচ্ছে। অনুদান পেয়ে উদ্যোক্তাদের মধ্যে এখন থেকেই উৎসবের উচ্ছ্বাস দেখা যাচ্ছে। স্থানীয়দের মতে, সরকারের এই পদক্ষেপ দুর্গাপুজোকে আরও বর্ণময় ও অন্তর্ভুক্তিমূলক করে তুলবে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News