পাঁশকুড়া: পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) পাঁশকুড়ার (Panskura) সুন্দরনগর এলাকায় এক গৃহবধূকে গণধর্ষণের (Women Raped) অভিযোগে চাঞ্চল্য। অভিযুক্ত দু’জনই নাবালক। অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে একা পেয়ে দুই নাবালক জোরপূর্বক ঢুকে গৃহবধূকে ধর্ষণ করে (District news)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় বাড়িতে দুই ছোট সন্তানকে নিয়ে একাই ছিলেন ওই গৃহবধূ। তাঁর স্বামী কাজের সূত্রে বাইরে ছিলেন। অভিযোগ, সন্ধ্যায় বাড়ির হরিমন্দিরে প্রদীপ জ্বালাতে বেরোতেই মুখ চেপে ধরে ঘরে ঢুকিয়ে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করে দুই নাবালক। ঘটনার পরই গৃহবধূর পরিবার থানায় অভিযোগ দায়ের করে।
আরও পড়ুন: জেলায় জেলায় SIR ফর্ম হাতে ভোটারদের বাড়িতে বিএলওরা
অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্তে নেমে অভিযুক্ত দুই নাবালককে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের কথা স্বীকার করেছে। বর্তমানে দুই নাবালককে হোমে পাঠানো হয়েছে।
গৃহবধূর পরিবারের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই নিয়মিত মদের আসর বসত। সেই আসরেই যাতায়াত ছিল ওই দুই নাবালকের। অভিযোগ, তারা বহুদিন ধরে ওই গৃহবধূকে ফলো করত। অবশেষে সুযোগ পেয়ে এমন জঘন্য অপরাধ ঘটিয়েছে বলে দাবি পরিবারের।
পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকায় টহলদারি ও নজরদারি বাড়ানো হয়েছে যাতে এমন ঘটনা আর না ঘটে।
দেখুন আরও খবর:







