ওয়েব ডেস্ক : ভারতের সামুদ্রিক উন্নয়ন ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যে দীর্ঘস্থায়ী অবদানের স্বীকৃতিস্বরূপ, শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরকে (SMP) ২০২৫ সালের ইন্ডিয়া মেরিটাইম উইক-এ হেরিটেজ বিভাগে মেরিটাইম এক্সিলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত করা হল।
গত ৩০ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে মাননীয় কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল এবং প্রতিমন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর এসএমপি কলকাতার (SMP Kolkata) চেয়ারপারসন শ্রী রথেন্দ্র রমন ও ডেপুটি চেয়ারপারসন শ্রী সম্রাট রাহিকে পুরস্কারটি প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। যারা এই গৌরবময় মুহূর্তের সাক্ষী ছিলেন। প্রতিষ্ঠানটির ঐতিহ্যবাহী সাফল্যে গর্ব প্রকাশ করেন।
আরও খবর : বিএলও-র কাছ থেকে নিজে হাতে ফর্ম নেননি! জানালেন মমতা
১৫৫ বছরের ঐতিহ্য বহনকারী এসএমপি কলকাতা (SMP Kolkata) দেশের অন্যতম প্রাচীন সামুদ্রিক বন্দর। পূর্ব ভারতের ঐতিহাসিক সামুদ্রিক প্রবেশদ্বার থেকে আধুনিক ও গতিশীল বন্দর হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে এই প্রতিষ্ঠান। বাণিজ্য, সংযোগ ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে এসএমপি কলকাতা দেশের শিল্প ও সাংস্কৃতিক অগ্রগতির জীবন্ত প্রতীক।
কয়েক দশক ধরে, এসএমপি কলকাতা কেবল ভারতের সামুদ্রিক সক্ষমতাকেই শক্তিশালী করেনি বরং দেশের শিল্প ও সাংস্কৃতিক বিপ্লবের জীবন্ত প্রমাণ হিসেবেও দাঁড়িয়েছে।
দেখুন অন্য খবর :







