দক্ষিণ ২৪ পরগনা – আট বছর বয়সী খুড়তুতো নাবালিকা বোনকে চকোলেটের লোভ দেখিয়ে ডেকে প্রথমে ধর্ষণ! পরে তাকে ‘খুন’ করা হয় বলে অভিযোগ। ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেফতার হয়েছে ‘গুণধর’ দাদা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) উস্তি থানার (Usthi Thana) কালিকাপোতার ফকিরপাড়ায় গত ১৪ নভেম্বর শিশু দিবসের দিন। ধৃতের নাম হাবিবুল্লা লস্কর (Arrest Habibullah Lashkar) ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা আট বছর বয়সী ওই শিশুকন্যা। বাড়ির থেকে বেরিয়ে খেলতে গিয়ে সে নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজখবর করেও তার সন্ধান পায়নি। পরদিন ভোরবেলা ওই নাবালিকার দেহ উদ্ধার হয়।
পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে দাবি চকলেটের লোভ দেখিয়ে নাবালিকাকে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে প্রথমে ধর্ষণ এবং পরে শ্বাসকষ্ট করে মৃত্যু। শ্বাস রোধ করার সময় তার একটি চোখ বেরিয়ে আসে।
ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে বলেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন- হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশু উদ্ধার ভাঙড়ে
ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে পেশ করে অভিযুক্তকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, অভিযুক্ত যাতে সর্বোচ্চ সাজা হয় তার চেষ্টা চলছে।
দেখুন আরও খবর-







