Sunday, November 23, 2025
HomeScrollচন্দ্র ও গুরু বৃহস্পতির প্রভাবে এই তিন রাশির জীবনে ধমাকা
Moon and Jupiter Transit

চন্দ্র ও গুরু বৃহস্পতির প্রভাবে এই তিন রাশির জীবনে ধমাকা

৫ ডিসেম্বর থেকে ভাগ্যের চাকা ঘুরবে

আসছে গজকেশরী যোগ (Gajakesari Yoga)। চন্দ্র ও গুরু বৃহস্পতির (Moon and Jupiter Transit) প্রভাবে এই তিন রাশির জীবনে আর্থিক উন্নতি, ভাগ্য সাথ দেবে। এই দুটি গ্রহের ট্রানজিটের কারণে কিছু রাশিচক্রের সময়টি খুব শুভ বলে বিবেচিত হবে। এই রাজযোগকে সমৃদ্ধির উৎস বলে বিবেচনা করা হয়। আগামী ৫ ডিসেম্বর বিকাল ৩:৩৮ মিনিটে বৃহস্পতি মিথুন রাশিতে (Zodiac Sign) প্রবেশ করবেন। ওই দিনে রাত ১০:১৫ মিনিটে চন্দ্রও মিথুন রাশিতে প্রবেশ করবেন।

মিথুন-

বৃহস্পতি এবং চন্দ্রের ট্রানজিট মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য সুখের বার্তা নিয়ে আসবে। আর্থিক সৌভাগ্য বৃদ্ধি। সুখের চাবি আপনার জীবনের সব বন্ধ দরজা খুলে দেবে। কেরিয়ারে অভূতপূর্ব উন্নতি। পদোন্নতির সুযোগ, বাড়বে বেতন। জীবনে অনেক পরিবর্তন আসতে পারে। আপনি কোনও বিষয়ে সাহসী পদক্ষেপ নিতে পারেন।

আরও পড়ুন-  দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে এই তিন রাশির জীবনে বড় পরিবর্তন

কন্যা

গজকেশরী যোগ আপনার জীবনে সুখের সময় নিয়ে আসছে। শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে শুভ ফল দেবে। এছাড়া চাকুরিজীবী ও ব্যবসায়ীদের জন্য সুংসবাদ আসবে। জীবনে বড়সড় পরিবর্তন। জীবনে ইতিবাচক চিন্তা আপনার সহায় হবে। ভ্রমণে যোগ। সম্পত্তি, বাহন ক্রয় করার সম্ভাবনা দেখা যাচ্ছে।

তুলা

গজকেশরী যোগের প্রভাবে এই রাশির জীবনে উন্নতি। ভাগ্য আপনার সাথ দেবে। থেমে যাওয়া কাজ দ্রুতগতিতে এগোবে। আপনি আপনার জীবনের চলার পথে একটা মানে খুঁজে পাবেন। আত্মবিশ্বাস বাড়বে। কর্মেক্ষেত্রের উন্নতি আপনি নিজেই অনুভব করতে পারবেন। যারা নতুন চাকরি খুঁজছেন, প্রতিষ্ঠিত সংস্থার কাজ পাওয়ার সুযোগ আসবে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে, স্বাস্থ্য ভালো যাবে।

 

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

 

 

 

Read More

Latest News