Tuesday, December 2, 2025
HomeScrollগভীর সঙ্কটে খালেদা জিয়া, শারীরিক অবস্থার অবনতি
Khaleda Zia

গভীর সঙ্কটে খালেদা জিয়া, শারীরিক অবস্থার অবনতি

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেত্রী

ওয়েবডেস্ক- গভীর সঙ্কট! শারীরিক অবস্থার অবনতি বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী, বিএনপি নেত্রী খালেদা জিয়ার (Khaleda Ziaশারীরিক অবস্থা। এমনটাই বিবৃতি দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান (BNP Vice Chairman Ahmed Azam Khan। এদিন হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর এমনটাই জানালেন তিনি। এদিন আজম খান সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল’ কন্ডিশনে চলে গিয়েছেন। রবিবার রাত থেকে অতি সঙ্কটে তাঁর অবস্থা। রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউ-এ (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসাধীন খালেদা জিয়া।

এদিন দুপুরে হাসপাতাল থেকেই নেত্রীর শারীরিক অবস্থার বিবৃতি দেন আহমেদ আজম খান। তিনি গোটা জাতির কাছে এই সময় দোয়া আহ্বান জানাচ্ছি। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, খালেদা জিয়া ভেন্টিলেশন সাপোর্টে আছেন। সিসিইউ থেকে আইসিইউ, এরপরে ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট, যা–ই বলেন। আমি এগুলোর বাইরে গিয়ে বলতে চাই ম্যাড্যাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। ‘

আরও পড়ুন-  ভারতের তিন প্রতিবেশী দেশ থেকে দূতাবাস সরাচ্ছে ফিনল্যান্ড! কেন?

গত ২৩ নভেম্বর রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। লিভারের সমস্যা, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্ট-সহ একাধিক শারীরিক জটিলতা দেখা দিয়েছে। এর মধ্যেই বিএনপির তরফে জানানো হয়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় তাঁকে এখনই দেশের বাইরে নিয়ে যাওয়া সম্ভব নয়।

দেখুন আরও খবর-

Read More

Latest News