কলকাতা: রাজ্যজুড়ে জাঁকিয়ে পড়েছে শীত (Winter Update)। কলকাতায় পারদ নামল ১৪ ডিগ্রির ঘরে(Kolkata Weather Update)। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আরও নামবে তাপমাত্রা। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে পারদ কমতে পারে আরও ৩ ডিগ্রি পর্যন্ত। নতুন সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? দেখে নেওয়া যাক লেটেস্ট আপডেট (Weather Today)।
আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে তাপমাত্রা ইতিমধ্যেই স্বাভাবিকের থেকে ৩–৪ ডিগ্রি কম। রবিবার থেকে আবারও নামতে পারে পারদ। উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ ও ত্রিপুরার ওপর সক্রিয় ঘূর্ণাবর্ত এবং নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যজুড়ে দ্রুত কমছে তাপমাত্রা। পাঁচদিন বড় পরিবর্তন না হলেও শীতের অনুভূতি বাড়বেই।
আরও পড়ুন: যাত্রীদের সুবিধার্থে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত পূর্ব রেলের
দক্ষিণবঙ্গে অব্যাহত থাকবে শীতের দাপট। কারণ, পশ্চিম দিক থেকে শীতল হাওয়া অবাধে ঢুকছে। সন্ধ্যায় বাড়বে আরও বাড়বে ঠান্ডা। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ ১০–১২ ডিগ্রি। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে শীতের দাপট সবচেয়ে বেশি। সকালবেলা কুয়াশা ও শিশির পড়ার সম্ভাবনা। উপকূলের দিকে থাকবে ঘন কুয়াশা। দুপুরের দিকে আবহাওয়া থাকবে পরিষ্কার। বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গেও বাড়ছে শীতের তীব্রতা। দার্জিলিঙে সকালে পারদ ৫ ডিগ্রির ঘরে। পাহাড়ে বাড়বে কুয়াশা। আবহাওয়া মূলত শুষ্ক, বৃষ্টি নেই। সকালবেলায় ঠান্ডা ও হালকা কুয়াশার পরে রোদ ঝলমলে দিন। উত্তরের পাঁচ জেলায় মনোরম শীতের আবহ।
কলকাতায় জাঁকিয়ে নামছে পারদ।সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে। শনিবারের সর্বনিম্ন ১৫ ডিগ্রি—স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আজকের পারদ ১৫.২ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম এভাবেই কিছুদিন থাকবে তাপমাত্রা। দিনের বেলায় আরও সামান্য কমতে পারে। শহরবাসীর জন্য শীতের আমেজ বাড়ছে ধীরে ধীরে।
দেখুন আরও খবর:







