ওয়েবডেস্ক- আজ ১৮ জানুয়ারি, রবিবার চাঁদ ধনু থেকে মকর রাশিতে গোচর করবে। বৈদিক পঞ্জিকা অনুসারে মাঘী অমাবস্যা তিথি। জ্যোতিষ গণনা মতে হর্ষণা যোগ (Harshana Yoga) ও বজ্র যোগের প্রভাব (Vajra Yoga) । হিন্দুধর্মে (Hinduism) রবিবার সূর্য দেবতার প্রিয় দিন। আজ একাদিক রাশির জাতক-জাতিকার সুখের মুখ দেখবে।
মিথুন রাশি- হর্ষণা যোগ ও বজ্র যোগের অমাবস্যাতেও ভাগ্য চমকাবে এই রাশির। আর্থিক সুখ বৃদ্ধি। ব্যবসায় সম্প্রসারণ। নয়া চাকরির যোগ। মনের সব ইচ্ছে পূরণ হবে, সূর্যদেবের আশীর্বাদে। সমস্ত বাধা দূর হবে। কঠিক কাজ সহজেই সম্পূর্ণ হবে। বিনিয়োগের জন্য আজকের দিনটি শুভ।
সিংহ রাশি- সূর্যদেবের আশীর্বাদে মনে সব ইচ্ছে পূরণ হবে। হর্ষণা যোগের প্রভাবে সৌভাগ্য আপনারকে সাথ দেবে। সব বাধা দূর হয়ে ইতিবাচক প্রভাব আসবে জীবনে। আপনার সব কাজের পথে বাধা কেটে যাবে, কঠিন কাজও সম্পূর্ণ হবে সহজেই। বিনিয়োগ করার জন্য কালকের দিনটি শুভ। প্রেমের সম্পর্কে মধুরতা আসবে।
মীন রাশি- বাড়বে আত্মবিশ্বাস। আয় বাড়বে। সম্পত্তি বৃদ্ধি। কোনও সমস্যা এলেও তা মিটে যাবে। কর্মক্ষেত্রে কাজের সুযোগ আসবে, সম্মান, প্রতিপত্তি বাড়বে। নতুন প্রেম আসবে জীবনে। বাড়ির গুরুজনদের সহায়তা পাবেন, সব কাজে। সূর্যদেবের আশীর্বাদে কাজের ক্ষেত্রে নতুন দুয়ার খুলে যাবে। পরিবারে সঙ্গে সুন্দর স্থানে ভ্রমণ হবে।







