ওয়েব ডেস্ক: জানুয়ারির (January) শেষ সপ্তাহে কার্যকর হতে চলেছে শক্তিশালী রুচক রাজযোগ (Rajyog)। মঙ্গল তার উচ্চ রাশি মকর রাশিতে অবস্থান করায় এই রাজযোগ তৈরি হয়েছে, যা জ্যোতিষশাস্ত্রে (Astrology) অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই যোগের প্রভাবে জমি-সম্পত্তি, আর্থিক উন্নতি, সম্মান ও সাফল্যের যোগ তৈরি হয়। এর জেরে জানুয়ারির এই সপ্তাহে মেষ ও মিথুন-সহ মোট ৫টি রাশির ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। কারা সেই ভাগ্যবান রাশি, দেখে নেওয়া যাক,
মেষ রাশি (Aries)
মেষ রাশির জাতকদের জন্য জানুয়ারির শেষ সপ্তাহটি অত্যন্ত শুভ। আর্থিক লাভের যোগ প্রবল। সপ্তাহের শুরুতে চন্দ্র রাশিতে অবস্থান করবে এবং সপ্তাহের শেষে গজকেশরী যোগ তৈরি হবে। আয় বৃদ্ধির পাশাপাশি পৈতৃক সম্পত্তি থেকে লাভের সম্ভাবনাও রয়েছে। বুদ্ধি ও বিচক্ষণ সিদ্ধান্ত আপনাকে সাফল্য এনে দেবে। ধর্মীয় তীর্থযাত্রার যোগও রয়েছে।
মিথুন রাশি (Gemini)
মিথুন রাশির জন্য এই সপ্তাহটি অনুকূল। বুধ ও সূর্যের সংযোগ সরকারি কাজ বা প্রশাসনিক ক্ষেত্রে সুবিধা এনে দিতে পারে। বুদ্ধিমত্তা ও কৌশলের মাধ্যমে কাজের জায়গায় সাফল্য মিলবে। পরিবারে সম্মান বাড়বে। আত্মীয়দের সঙ্গে দেখা এবং সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: রবিতে রাশিচক্রে সতর্কবার্তা! শান্ত না থাকলে পদে পদে বিপদের ইঙ্গিত
তুলা রাশি (Libra)
তুলা রাশির জাতকদের জন্য সপ্তাহটি ভাগ্যবর্ধক। লাভ ও অগ্রগতির যোগ রয়েছে। পারিবারিক জীবনে সুখ আসবে। বন্ধুদের পূর্ণ সহযোগিতা পাবেন। ধর্মীয় ভ্রমণ বা শুভ কোনও পরিকল্পনা সফল হতে পারে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সুখবরও মিলতে পারে।
কর্কট রাশি (Cancer)
কর্কট রাশির জাতকদের জন্য এই সপ্তাহে কর্মজীবনে উন্নতির সুযোগ তৈরি হবে। রুচক রাজযোগের প্রভাবে আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। ব্যবসায় লাভ এবং নতুন কোনও চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক সমর্থন পাবেন এবং মানসিক চাপ অনেকটাই কমবে। দূর যাত্রার যোগও রয়েছে।
মকর রাশি (Capricorn)
মকর রাশির জাতকদের জন্য এই সপ্তাহ বিশেষ শুভ। উচ্চ রাশিতে মঙ্গলের অবস্থান আপনার আত্মবিশ্বাস বাড়াবে। চাকরি ও ব্যবসায় উন্নতির সুযোগ আসবে। জমি-বাড়ি সংক্রান্ত কাজে সাফল্য মিলতে পারে। সমাজে সম্মান ও প্রতিপত্তি বাড়বে। ধর্মীয় বা শুভ অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
সব মিলিয়ে, ২৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি—এই সময়টা এই পাঁচ রাশির জন্য উন্নতি, লাভ ও সাফল্যের বার্তা নিয়ে আসছে।
*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন







