ওয়েবডেস্ক- নায়োমা বিমানঘাঁটি (Nyoma Airbase) । চলতি বছরের অক্টোবরে পূর্ব লাদাখে (Eastern Ladakh) ভারতের সর্বোচ্চ বিমানঘাঁটি (India highest Airbase) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi)। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩ হাজার ৭০০ ফুট উচ্চতায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) থেকে মাত্র ২৩ কিলোমিটার দূরে এই নায়োমা বিমানঘাঁটি অবস্থিত।
১৯৬২ সালের ভারত-চিন যুদ্ধের পর কয়েক দশক অকেজো হয়ে পড়ে ছিল এই বিমানঘাঁটি। এরপর ২০০৯ সালে ফের ভারতীয় বায়ুসেনা এটিকে কার্যকরী করে তোলে। এই বিমানঘাঁটির ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চীনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে এবং লেহ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত এই বিমানঘাঁটি। বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO) দ্বারা নির্মিত নায়োমা বিমানবন্দরটি ভারতের সর্বোচ্চ এবং একবার কার্যকর হওয়ার পরে বিশ্বের পঞ্চম সর্বোচ্চ বিমানবন্দরে পরিণত হতে চলেছে। রানওয়েটি ইতিমধ্যেই যেকোনও ধরণের জরুরি অবতরণের জন্য প্রস্তুত।
২০২৫ সালের অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে পূর্ব লাদাখের নিওমায় নবনির্মিত মুধ অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ড উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- SIR-প্রক্রিয়ায় জমা পড়েছে ৯৮.২ শতাংশ নথি, জানাল কমিশন
নায়োমার মুধে শীতকালে কখনও কখনও সর্বনিম্ন তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়, যা সর্বোচ্চ হওয়া সত্ত্বেও এটি দেশের সবচেয়ে ঠাণ্ডা বিমানঘাঁটিতে পরিণত হয়। এই সংবেদনশীল অঞ্চলে ভারতের সামরিক উপস্থিতি আরও জোরদার হবে। এই কৌশলগত বিমানঘাঁটি যেকোনও জরুরি পরিস্থিতিতে এই অঞ্চলে দ্রুত সেনা এবং সামরিক সরঞ্জাম মোতায়েন করতে সক্ষম। তিন বছরেরও কম সময়ের মধ্যে নির্মিত, এই বিমানবন্দরটি বেশ কয়েকটি সামরিক চালকবিহীন, ঘূর্ণমান-উইং, স্থির-উইং বিমান রাখার জন্য ডিজাইন করা হয়েছে। যার মধ্যে রয়েছে C-17 গ্লোবমাস্টার III এর মতো ভারী পরিবহন বিমান এবং সুখোই-30MKI এর মতো যুদ্ধবিমান। এখন পর্যন্ত, মুধ থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত কেবিআর বিমানবন্দর লেহই একমাত্র সামরিক ও বেসামরিক বিমান সংস্থাগুলির জন্য ব্যবহৃত হত এবার নিওমা
২০২৩ সালে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভার্চুয়ালি এই প্রকল্পের শিলান্যাস করেছিলেন। এই প্রকল্প রূপায়ানে আনুমানিক খরচ হয়েছে ২১৮ কোটি টাকা। নিওমা বিমানঘাঁটি প্রতিরক্ষাক্ষেত্রের মোড় ঘুরিয়ে দেবে। ২০২১ সালে এই প্রজেক্টটি অনুমোদন পায়।
দেখুন আরও খবর-