Wednesday, December 31, 2025
HomeBig newsজাপানকে টেক্কা দিল দেশ! বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ ভারত
India

জাপানকে টেক্কা দিল দেশ! বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ ভারত

বর্ষশেষে ভারতের মাথায় সাফল্যের মুকুট

ওয়েবডেস্ক-  বছর শেষ আর একটা দিন বাকি। তার আগে সবচেয়ে বড় পালক এল ভারতের (India) মুকুটে। ২০২৫-এটাই ভারতের জন্য অন্যতম বড় খবর। জাপানকে (Japan)  টেক্কা দিল ভারত। বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশের (world’s Fourth largest economy)  মুকুট ভারতের মাথায়। কেন্দ্র সরকারি সূত্র বলছে, বর্তমানে ভারতের অর্থনীতির মোট মূল্য ৪.১৮ ট্রিলিয়ন মার্কিন ডলার। বৃহত্তম অর্থনীতির তালিকায় জাপানকে টপকে চতুর্থ স্থান দখল করল ভারত। আমেরিকা, চীন আর জার্মানিই ভারতের চেয়ে এগিয়ে।

অর্থমন্ত্রকের তরফে এক বিবৃতিতে দাবি করা হয়েছে, এই মুহূর্তে ভারত বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বৃহৎ অর্থনীতি।  যে গতি নিয়ে দেশ এগিয়ে চলেছে সেখানে ২০৩০ সালের মধ্যে ভারতের অর্থনীতির মূল্য দাঁড়াবে ৭.৩ ট্রিলিয়ন ডলারে। ভারতের জিডিপি (GDP) ২০২২ সালে ছিল সাড়ে তিন ট্রিলিয়ন মার্কিন ডলারের। তা ইতিমধ্যেই দ্বিগুণে কাছে। এই শতাব্দী শেষেই এই সংখ্যা প্রায় ৩ গুণ হয়ে ৭.৩ ট্রিলিয়ন ডলারে পরিণত হবে।

আরও পড়ুন-  একাধিক রাজ্যে খসড়া তালিকা প্রকাশ, সবচেয়ে বেশি ভোটারের নাম বাদ কোন রাজ্যে?

ভারত সরকারে লক্ষ্যমাত্রা ছিল, ২০২৭ সালের মধ্যে দেশকে পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হিসাবে তুলে ধরা। ব্যাঙ্কিং বিনিয়োগ সংস্থা জেফ্রিসের অর্থনীতি মূল্যায়নের রিপোর্ট অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে পাঁচ ট্রিলিয়ন অর্থাৎ পাঁচ লক্ষ কোটি ডলারের অর্থনৈতিক শক্তিতে পরিণত হওয়ার টার্গেট পূরণ করতে পারবে ভারত। ২০২৯ লোকসভা নির্বাচনের আগে ভারতকে তৃতীয় করার লক্ষ্য রেখে এগিয়ে চলেছে মোদি সরকার।

 

Read More

Latest News