Wednesday, August 27, 2025
HomeScrollফের বিধ্বংসী আগুন শুশুনিয়া পাহাড়ে!

ফের বিধ্বংসী আগুন শুশুনিয়া পাহাড়ে!

বাঁকুড়া: ফের ফিরে এল সেই চেনা ছবি। দাউ দাউ করে জ্বলছে শুশুনিয়া পাহাড়! গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকালে শুশুনিয়া পাহাড়ের পূর্ব অংশে আগুনের লেলিহান শিখা প্রথমে নজরে আসে। আর সেই আগুন ধিরে ধিরে ছড়িয়ে পড়ে পাহাড়ের উপর দিকে। পাহাড়ে আগুন লেগেছে এই খবর সামনে আসার পরেই বনকর্মীদের তরফ থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। রাতভর আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কিন্তু এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। জানা যাচ্ছে, এখনও দাউদাউ করে জ্বলছে শুশুনিয়া পাহাড়।

পাতা ঝড়ার মরশুম। শুশুনিয়া পাহাড় জুড়ে সারি দিয়ে গাছ। তার উপর শুষ্ক আবহাওয়া। সব মিলিয়ে আগুন দ্রুত ছড়িয়ে যাচ্ছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই বনকর্মীরা পাতার স্তূপ সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। বন্য প্রাণীরদের প্রাণের আশঙ্কাও করা হচ্ছে।

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকতে চলেছে মা উড়ালপুল!

নির্মল দাস জানিয়েছেন, এই ঘটনা শুধুই কি প্রাকৃতিক ??নাকি এর পিছনে অন্য কেউ জড়িত রয়েছে ।

২০২৪ সালে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে শেষবার আগুন লেগেছিল।সেই আগুন ছড়িয়ে পড়েছিল পাহাড়ের বিস্তীর্ণ অংশে। আগুন নিয়ন্ত্রণে আনতে ৩-৪ দিন সময় লেগেছিল।এই বছর বসন্তের শুরুতেই আবারও জ্বলে উঠেছে শুশুনিয়া পাহাড়।

দেখুন অন্য খবর

Read More

Latest News