সেখ আব্বাস আলী, পূর্ব বধমান: বর্ধমানের (Burdwan) আউশগ্রামে (Ayshgram) বোমা উদ্ধারকে (Bomb Rescue) ঘিরে চাঞ্চল্য। বেলেঘাটা গ্রামে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার হয়। শনিবার এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
মানকর (mankar) থেকে ভুয়েরা বটতলা যে সড়কপথটি রয়েছে এই সড়কপথে বেলেমাঠ গ্রামে একটি কালভার্টের তলায় প্লাস্টিকের বালতি নজরে পড়ে স্থানীয় কয়েকজনের। কাছাকাছি গিয়ে বোমাগুলি দেখা যায়। এরপরেই এলাকা থেকে খবর দেওয়া হয় পুলিশকে। সঙ্গে সঙ্গে ছোড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে চলে আসে।
আরও পড়ুন: আকাশ পথে গাজায় আবারও ইজরায়েলি হামলা!
জায়াটি ঘিরে রেখে খবর দেওয়া হয়েছে বোম্ব স্কোয়াডকে। কে বা কারা বোমাগুলি রেখে গেল এবং কি উদ্দেশ্যে বোমাগুলি জড়ো করে রাখা হয়েছিল তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনাস্থলের কাছাকাছি রয়েছে কয়েকটি বাড়ি। তবে এনিয়ে মুখ খুলতে চাননি স্থানীয় বাসিন্দারা।
দেখুন অন্য খবর: