Wednesday, August 27, 2025
HomeScrollআদালতে আত্মসমর্পণ জিতেন্দ্র তেওয়ারির

আদালতে আত্মসমর্পণ জিতেন্দ্র তেওয়ারির

আসানসোল: আদালতে ( Court) আত্মসমর্পণ (surrenders) করলেন জিতেন্দ্র তেওয়ারি (Jitendra Tiwari) । জামুরিয়া থানায় (Jamuria police station) নির্দিষ্ট একটি অভিযোগের প্রেক্ষিতে সোমবার আসানসোল আদালতে এলেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি।

গত মাসের ২১ তারিখ আসানসোল (Asansol) জামুরিয়া থানা এলাকায় সরকারি জল প্রকল্পের পাশ থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগ এনে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে গিয়েছিলেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি ।

আরও পড়ুন: ভুয়ো রিপোর্ট বানিয়ে স্বাস্থ্যসাথীর ক্লেইম! প্রতারণা চক্রের পর্দাফাঁস

সে সময় কয়েকজনের সঙ্গে লাঠি সোটা নিয়ে তেড়ে যাওয়া ও ধস্তাধস্তির ভিডিও ভাইরাল হয়েছিল সমাজ মাধ্যমে। ঘটনার পরে জামুরিয়া থানায় অভিযোগ জানানো হয়।

সেই অভিযোগেই সোমবার প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি আসানসোল সিজিএম আদালতে আসেন।

উল্লেখ্য, জামুড়িয়ার অজয় নদের পাশের এলাকায় বিপুল পরিমাণে বেআইনি বালি তোলার অভিযোগ। খবর পেয়েই ওই এলাকায় গিয়েছিলেন বিজেপি নেতা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। দলীয় পতাকা ছিলেন তার অনুগামীরাও। জিতেন্দ্র তিওয়ারিকে দেখে আরও উত্তেজনা ছড়ায় বলে অভিযোগ। প্রাক্তন মেয়র দেখে প্রথমে ‘গো ব্যাক’ স্লোগান ওঠে। সেখানে কান না দিয়ে সামনে এগিয়ে যান জিতেন্দ্র ও তার সঙ্গে থাকা অন্যান্যরা।  উত্তেজনা বাড়ে। বেশ কয়েকজন

তাঁদের দেখে বাঁশ, লাঠি উঁচিয়ে তেড়ে যান বলে অভিযোগ। দুপক্ষের মধ্যে সামান্য হাতাহাতি, থেকে ধস্তাধস্তি হয়। বিজেপির ঝাণ্ডা কেড়ে নেওয়ার চেষ্টাও হয়।

দেখুন অন্য খবর:

Read More

Latest News