Sunday, August 31, 2025
Homeবিনোদনশোকের ছায়া আল্লু অর্জুন-রামচরন এর পরিবারে

শোকের ছায়া আল্লু অর্জুন-রামচরন এর পরিবারে

মুম্বই থেকে পৌঁছেছেন আল্লু আর্জুন

ওয়েব ডেস্ক: ‘পুষ্পা'(Pushpa) খ্যত দক্ষিণী তারকা আল্লু অর্জুন(Allu Arjun) ও রামচরনে(Ramcharan)র বাড়িতে এখন শোকের ছায়া। দুই তারকা হারিয়েছেন তাদের প্রিয় ঠাকুমা ও দিদা আল্লু কনকরত্নম্মা( Allu Kanakaratnam)কে। আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ(Allu Aravind) ও রামচরনের মা সুরেখা হলেন মাতৃহারা।

আরও পড়ুন:‘বেটিং অ্যাপ’ কাণ্ডে এবার ইডির নজরে অঙ্কুশ হাজরা, কবে হাজিরার নির্দেশ!!

কিংবদন্তি অভিনেতা আল্লু রামালিঙ্গাইয়ার স্ত্রী ৯৪ বছর বয়সী অভিনেত্রী শনিবার কোকাপেটে তাদের বাসভবনের শেষ নিঃশ্বাসে ত্যাগ করেছেন। খবরে প্রকাশ এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আল্লু অর্জুনের মামা চিরঞ্জীবী সহ মেগা পরিবারের সদস্যরা আল্লু অরবিন্দের বাড়িতে যান। মহীশুরে শুটিং এ থাকা রামচরণ হায়দ্রাবাদে পৌঁছন। মুম্বই থেকে পৌঁছেছেন আল্লু অর্জুন উপমুখ্যমন্ত্রী তথা অভিনেতা পালন কল্যাণের স্ত্রী ও শোকের দিন পৌঁছেছেন আল্লদের বাড়িতে।
বেশ কয়েকজন চলচ্চিত্র রাজনৈতিক ব্যক্তিত্ব শেষকৃত্যে থাকতে পারে বলে জানা গেছে। ভক্ত অনুরাগীরা শেষ শ্রদ্ধা জানাতে ইতিমধ্যেই আলু অর্জুনের বাড়ির সামনে ভিড় জমিয়েছেন।

 

 

Read More

Latest News