Friday, September 5, 2025
Homeবিনোদনদীপিকাকে অনুষ্কা কেন কটাক্ষ করলেন!

দীপিকাকে অনুষ্কা কেন কটাক্ষ করলেন!

ওয়েব ডেস্ক: বলিউডে দীপিকা পাড়ুকোন(Deepika Padukone) ও অনুষ্কা শর্মা(Anushka Sharma)র অভিষেক হয়েছিল ২০০৭-২০০৮ সালে। অর্থাৎ দুজনে সমসাময়িক বলা যায়। দীপিকা সম্পর্কে অনুষ্কার একটি সাম্প্রতিক মন্তব্য যথেষ্ট চর্চার বিষয় হয়ে উঠেছে বেশ কিছুদিন ধরে। অভিনেত্রী বলেছিলেন কেন দীপিকার সঙ্গে দেখা হলে তিনি অস্বস্তি বোধ(Awkward) করেন! বলিউডে এই দুই অভিনেত্রী নাকি একই কলেজে পড়াশোনা করেছেন। সব ব্যাপারে মন্তব্য করতে এগিয়ে আসেন না বিরাট-ঘরণী অনুষ্কা। সেই অনুষ্কায় যখন বিতর্কিত বিষয় নিয়ে কিছু বলেন তখন খুব স্বাভাবিক কারণেই সবার দৃষ্টি আকর্ষণ করে। হঠাৎই একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় আচমকাই অভিনেত্রী অনুষ্কা শর্মা, দীপিকা পাড়ুকোনকে এক হাত নিচ্ছেন।

আরও পড়ুন:‘জি লে জারা’ নিয়ে যথেষ্ট আশাবাদী ফারহান, আলিয়া- প্রিয়াঙ্কা-ক্যাটরিনার বদলে কারা!

বিতর্কের শুরু সাংবাদিকের এক বিশেষ প্রশ্ন। যেখানে তাকে জিজ্ঞাসা করা হয় সোনম কাপুর কিংবা দীপিকা পাড়ুকোনের মত তোমায় নিয়ে আলোচনা হয় না কেন! প্রশ্ন শুনে অনুষ্কা চুপ থাকেন নি, বলেছেন, ‘জানি না কেন! তবে আমি নিজে খুশি কারণ মানুষ আমার গুণের কদর করতে জানে। তবে আমার পোশাক বা আমাকে নিয়ে তৈরি হবিতর্কের জন্য আমাকে মনে রাখে এমনটা নয়! তিন বছর পর পর তিনটি হিট ছবি দেয়ার পরেও বুঝতে পারি না কেন আমাকে নিয়ে আলোচনা হয় না…’।
প্রসঙ্গত, এর আগেও এক আলোচনায় অনুষ্কা ব্যাখ্যা করেছিলেন কেন দীপিকার সঙ্গে তার দেখা হলে অস্বস্তি হয়। যদিও ওর সঙ্গে আমার কখনো ঝগড়া হয়নি।
অনুষ্কা এবং দীপিকার মধ্যে অনেক মিল রয়েছে। দুই অভিনেত্রীই বেঙ্গালুরু থেকে এসেছেন। তারা একই কলেজ, মাউন্ট কারমেলে পড়াশোনা করেছেন। অনুষ্কা উল্লেখ করেছেন যে, তাঁদের একটি ইতিহাসও রয়েছে। তবুও, তাঁদের দু’জনের সম্পর্ক নিয়ে অনেক গসিপ রয়েছে। এবং তাঁদের মধ্যে সমস্যাটা বাইরে থেকে মূলত তৈরি করা হয়ে থাকে বলে দাবি অনুষ্কার। সেই জন্যই দুই অভিনেত্রী একে অপরের মুখোমুখি হলে, তাঁরা অস্বস্তি বোধ করে।

Read More

Latest News