কলকাতা: বাঙালির কাছে আবেগের অন্য নাম অরিজিৎ সিং (Arijit Singh)। তাঁর সুরের জাদুতে মুগ্ধ অনুরাগীরা। ঝড়ের গতিতে ভাইরাল তাঁর কনসার্টের খবর। টিকিট বিক্রি হয় হাজার হাজার টাকায়। জানেন কি এই জনপ্রিয় গায়ক মাত্র ১১ টাকার বিনিময়ে কোন গান গেয়েছেন?
অরিজিৎ মানে সুপারহিট গান। এক দশকের ওপর সময় ধরে তিনি গানের জগতে রাজত্ব করে চলেছেন। যদিও ব্যক্তি জীবনে তিনি লাইম লাইট থেকে দূরে থাকতেই পছন্দ করেন। আর পাঁচজনের মতোই দিন কাটাতে দেখা যায় তাঁকে। তবে এই জনপ্রিয় গায়ক মাত্র ১১ টাকার বিনিময়ে গান গেয়েছেন। ‘মন রে কৃষিকাজ জানো না, আবাদ করলে ফলত সোনা’। কলকাতার কনসার্টে একবার ধরেছিলেন এই গান। বলেছিলেন, ‘মন রে কৃষিকাজ জানো না, আবাদ করলে ফলত সোনা’—এটি রামপ্রসাদী গান। যা তিনি প্রথমবার গেয়েছিলেন ‘মানবজমিন’ ছবির জন্য। গানটি গাইতে গাইতে অরিজিৎ নিজেই খোলসা করেছিলেন বহু না জানা কথা। বলেছিলেন, ‘‘এই গানের কথাগুলো শুনে মনে হচ্ছে যেন নিজেকে গালি দিচ্ছি, বা মনে হয় যেন রামপ্রসাদ বাবুই গালি দিচ্ছেন।’’ তেমনি গানটি গাওয়ার জন্য তিনি মাত্র ১১ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন।
আরও পড়ুন: মনোকিনিতে শেহনাজ, খোলা প্যান্টের চেন…
অন্য খবর দেখুন







