Wednesday, October 8, 2025
HomeScrollবিদেশের মাটিতেও ' ছাবা 'র ঝড়

বিদেশের মাটিতেও ‘ ছাবা ‘র ঝড়

ওয়েব ডেস্ক: ‘ ছাবা ‘ ঝড়ে কাবু গোটা দেশ। তবে এবার দেশের মাটি ছেড়ে বিদেশের মাটিতেও ‘ ছাবা ‘ নিজের জায়গা করে নিয়েছে। সিনেমাটির টাইটেল ট্রাক কম্পোজ করেছেন এ আর রহমান। আর সেই গানই বিদেশের মাটিতে বড় বড় ডিজিটাল হর্ডিংয়ে চলছে। নিজেই সেই ভিডিও পোস্ট করলেন জাতীয় পুরস্কার জয়ী কম্পজার এ আর রহমান। দেখুন সেই ছবি…

আরও পড়ুন: বোল্ড লুকে ধরা দিলেন শুভশ্রী

 

View this post on Instagram

 

A post shared by Sony Music India (@sonymusicindia)

১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ব্যাপী মুক্তি পায় ভিকি কৌশল অভিনীত ‘ ছাবা ‘। ছবি মুক্তির আগে থেকেই অগ্রিম টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছিল। আর যা দেখে স্পষ্টত বোঝা যাচ্ছিল, বক্স অফিস হিট হতে চলেছে এই ছবি। ‘ ছাবা ‘ মুক্তির ছদিন কেটে গিয়েছে। আর তারই মধ্যেই ব্যাপক আয় করে ফেলেছে এই ছবি। ষষ্ঠ দিনে সিনেমাটি ঘরোয়া বক্স অফিসে ৩২ কোটি টাকা সংগ্রহ করেছে। ইতিমধ্যেই ভারতীয় বক্স অফিসে ২০০ কোটির অংক অতিক্রম করেছে ছাবা। যা বিশ্বব্যাপী বক্স অফিস থেকে ২৫০ কোটি টাকা আয় করেছে। শুধু তাই নয় বিদেশের মাটিতেও নিজেদের অধিপত্য স্থাপন করেছে ছাবা। এ আর রহমান নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন সেই ছবি, যেখানে দেখা যাচ্ছে ‘ ছাবা ‘ র টাইটেল ট্রাক বাজছে বিদেশের ডিজিটাল হোর্ডিংয়ে।

দেখুন অন্য খবর

Read More

Latest News