ওয়েব ডেস্ক: নিজের স্টাইল স্টেটমেন্টের জন্য সবসময় খবরের শিরোনামে থাকেন শুভশ্রী গাঙ্গুলী। কখনও ধরা দেন বোল্ড লুকে, আবার কখনও একেবারে সাবেকি আনায়। আর এবার একগুচ্ছ ছবি পোস্ট করলেন অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। যেখানে তিনি ঘিয়ে কালারের সাটিন শাড়ি পরেছেন, সঙ্গে পেয়ার করেছেন গ্রীন কালারের নেকলেস। দেখুন তাঁর সেই বোল্ড লুক…..
আরও পড়ুন: মুম্বইয়ের রাস্তায় মন জিতলেন প্রিয়াঙ্কা
View this post on Instagram
ঘিয়ে রঙের সিল্কের শাড়ি পরে এবার নিজেকে মেলে ধরলেন শুভশ্রী গাঙ্গুলী। সঙ্গে ম্যাচিং নেকলেস। স্লিভলেস ব্লাউজ, এবং খোলা চুলে, শুভশ্রীকে লাগছিল মোহময়ী। বোল্ড লুকেও নিজের আভিজাত্য ধরে রাখতে সক্ষম হন অভিনেত্রী। নিজেকে ভালোবেসে ছবির ক্যাপসানে হিন্দিতে লেখেন ‘ মুঝকো ‘ অর্থাৎ নিজেকে । সঙ্গে অমিত ত্রিবেদীর গান ‘ বিক্ষারনেকা মুঝকো সক হ্যে বারা ‘ গানটি নিজের ছবির পিছনে দেন।
দেখুন অন্য খবর