Thursday, September 18, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollমুম্বইয়ের রাস্তায় মন জিতলেন প্রিয়াঙ্কা

মুম্বইয়ের রাস্তায় মন জিতলেন প্রিয়াঙ্কা

কলকাতা: গত ৭ ফেব্রুয়ারি বেশ ধুমধাম করে প্রিয়াঙ্কার ভাই সিদ্ধার্থ চোপড়ার ন (Priyanka Chopra) বিয়ে সম্পন্ন হয়েছিল। বিয়ে উপলক্ষে সুদূর বিদেশ থেকে মেয়ে মালতি এবং স্বামী নিকের সঙ্গে দেশে ফিরে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। বিয়ে মিটতেই হায়দরাবাদে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। মঙ্গলবার রাতে মুম্বইয়ের প্রাইভেট বিমানবন্দর থেকে বের হতে দেখা গেল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। বিমানবন্দরে প্রিয়াঙ্কার ব্যবহার সকলের মন জয় করে নিল।

আরও পড়ুন: মহাকুম্ভে পুণ্যস্নান, ডুব দিলেন অরিন্দম শীল, সুদীপ্তা-সৌম্য ও অদ্রিজা

ভাইয়ের বিয়ে মিটতেই এবার মুম্বই থেকে হায়দরাবাদে গিয়েছি্লেন প্রিয়াঙ্কাকে। তিনি যে হায়দরাবাদে এসেছেন, সেটা তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবির মাধ্যমে জানিয়েছেন সকলকে। শোনা যাচ্ছে, এস এস রাজামৌলির (S. S. Rajamouli) আগামী ছবির শুটিং শুরু করতে চলেছেন তিনি। মঙ্গলবার রাতে মুম্বইয়ের প্রাইভেট বিমানবন্দর থেকে বের হতে দেখা গেল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। বিমানবন্দর ছাড়ার সময় এক পথচারী তাঁর গাড়ির কাছে সাহায্যের জন্য আসেন। সেই মুহূর্তে প্রিয়াঙ্কাকে গাড়ির জানলা দিয়ে ওই ব্যক্তিকে কিছু টাকা দিতে দেখা যায়। পাপারাৎজিদের ক্যামেরায় বন্দি হয় সেই দৃশ্য। ইনস্টাগ্রামে শেয়ার হওয়া ভিডিওতে দেখা যায়, হালকা সবুজ রঙের কো-অর্ড সেট পরে এয়ারপোর্ট ছাড়ছেন তিনি। ভক্তরা অভিনেত্রীর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ‘ভগবান তোমার মঙ্গল করুন’, আবার কেউ তাঁকে ‘রিয়েল কুইন’ বলেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Patty Cardona (@jerryxmimi)

অন্য খবর দেখুন

Read More

Latest News