কলকাতা: ১৪৪ বছর পর মহাকুম্ভ, তাও আবার প্রয়াগরাজে। ত্রিবেণী সঙ্গমে স্নান করতে দেশ-বিদেশ থেকে হাজির হচ্ছেন পুণ্যার্থীরা। পুণ্যস্নানের সুযোগ হাতছাড়া করতে চাননি তারকারা। বলিউড থেকে টলিউডের তারকাদের দেখা গিয়েছে কুম্ভ স্নানে। টলিপাড়া থেকে মহাকুম্ভে (Maha Kumbh) কারা কারা গেলেন।
মহাকুম্ভে (Maha Kumbh) পুণ্যস্নানে ভিড় জমিয়েছেন কোটি কোটি মানুষ। ত্রিবেণী সঙ্গমে স্নান করতে দেশ-বিদেশ থেকে হাজির হচ্ছেন পুণ্যার্থীরা। হাজির হয়েছেন বলি-টলিপাড়ার তারকারা। এবার মহাকুম্ভে পুণ্যস্নান সারলেন পরিচালক অরিন্দম শীল (Arindam Sil)। তাঁর সঙ্গী হয়েছিলেন ‘স্ত্রী’ শুক্লা শীল। লাল একটা টি-শার্ট পরে জলে নেমে ডুব দিতে দেখা গিয়েছে অরিন্দমকে। পরে স্ত্রী শুক্লার সঙ্গে কপালে হলুদ তিলক কেটে দেখা মেলে পরিচালকের।
View this post on Instagram
আরও পড়ুন: লাইভ কনসার্টে অরিজিৎ,ধরলেন বাবার ভিডিয়ো কল
View this post on Instagram
মহাকুম্ভে পুণ্যস্নান সেরে ফিরেছেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় (Sudipta Bandyopadhyay) ও তাঁর স্বামী সৌম্য বক্সী। গেরুয়া ও সাদা পোশাক পরে পুণ্যস্নান করতে দেখা গিয়েছে এই দম্পতিকে। পুণ্যস্নানের একাধিক ছবি ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করেছেন তাঁরা। মহাকুম্ভে পুণ্যস্নানের বেশকিছু ছবি পোস্ট করেছেন টলি পাড়ার আরও এক অভিনেত্রী অদ্রিজা রায় (Adrija Roy)। অফ হোয়াইট রঙের শাড়ি ও মেরুন ব্লাউজে পুণ্যস্নানের একাধিক ছবি ও ভিডিয়ো পোস্ট করেছেন অদ্রিজা। লেখেন, ‘বিশ্বের সবচেয়ে বড় আধ্যাত্মিক উৎসবের সাক্ষী। এবার মহাকুম্ভে পৌঁছলেন অপরাজিতা আঢ্য।
View this post on Instagram
অন্য খবর দেখুন