Wednesday, January 14, 2026
HomeScrollখোঁজ মিলল অটো ড্রাইভারের! সইফকে কী অবস্থায় দেখেছিলেন তিনি?

খোঁজ মিলল অটো ড্রাইভারের! সইফকে কী অবস্থায় দেখেছিলেন তিনি?

ওয়েব ডেক্স: গুরুতর জখম অবস্থায় বলি অভিনেতা সইফ আলি খানকে (Saif Ali Khan) ভজনলাল সিং নামের এক অটোরিকশা চালক লীলাবতী হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। এদিন বান্দ্রায় ভজনের কথায়, ‘একজনকে ধরপাকর করে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলা হয়। তাঁর সাদা কুর্তা রক্তে ভিজে গিয়েছিল। লক্ষ্য করেছি তাঁর ঘাড়ে এবং পিঠে আঘাত রয়েছে।’

সইফকে চিঠি লিখে দুঃখ প্রকাশ, ক্ষমা চাইলেন উর্বশী – KolkataTV

 

তিনি আরও বলেন, “আমাকে বান্দ্রা থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। আমি সেই রাতে টাকার কথা ভাবিনি। আমার সঙ্গে সইফ আলি খানের পরিবারের কেউ যোগাযোগ করিনি। এখনও পর্যন্ত তাঁদের সঙ্গে আমার কোনও কথা হয়নি।”

দেখুন আরও খবর:

 

Read More

Latest News