Thursday, September 4, 2025
Homeবিনোদনড্রিম-প্রজেক্ট 'ড্রাগন' নিয়ে আসছেন জুনিয়র এন টি আর-প্রশান্ত নীল!

ড্রিম-প্রজেক্ট ‘ড্রাগন’ নিয়ে আসছেন জুনিয়র এন টি আর-প্রশান্ত নীল!

ওয়েব ডেস্ক: দক্ষিণী চলচ্চিত্রের অন্যতম সুপারস্টার জুনিয়র এনটিআর(Junior NTR)-কে দেখা যাবে তার আসন্ন তেলেগু প্যান- ইন্ডিয়া(Pan-India) ছবি ‘ড্রাগন'(Dragon) এ। ছবিটি পরিচালনা করেছেন জনপ্রিয় পরিচালক প্রশান্ত নীল(Prashanth Neel)। ‘কেজিএফ'(KGF), ‘কেজিএফ ২'(KGF 2), ‘সালার'(Salar)) এর মত বক্স অফিস কাঁপানো ছবি তৈরি করেছেন প্রশান্ত নীল। এবার পরিচালক জুনিয়র এনটিআর-কে নিয়ে স্বপ্নের প্রকোল্প ‘ড্রাগন’এ ঝাঁপিয়ে পড়েছেন।

আরও পড়ুন:জলকেলিতে মগ্ন ঋতাভরী, সঙ্গে কে?

‘RRR’ এর পর জুনিয়র এনটিআরকে আর একটি প্যান-ইন্ডিয়া ছবিতে তার ভক্ত অনুরাগেরা দেখতে পাবেন। দেশপ্রেমের উপর ভিত্তি করে এটি একটি বড় বাজেটের পিরিয়ড ড্রামা ছবি বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, ‘রামোজি ফিল্ম সিটি’তে এই ছবির শ্যুটিং শুরু হবে আগামী অক্টোবর মাসে। তারই প্রস্তুতির কাজ চলছে।
ছবিটি ২০২৬ সালের জুন মাসে মুক্তি পেতে পারে বলে জানা যাচ্ছে। অনেকেরই ধারণা ‘ড্রাগন’ ভারতীয় জগতের অন্যতম এক ল্যান্ডমার্ক হতে চলেছে। যা বড় পর্যায় দর্শকদের সামনে হাজির করবে এক অনবদ্য দৃশ্যমান অভিজ্ঞতা।

প্রসঙ্গত,সাম্প্রতিককালে  জুনিয়র এনটিআর সম্পর্কে ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। বিরাট জানিয়েছিলেন যে তিনি এন টি আর এর একজন বড় অনুরাগী। কখনোই তার ছবি দেখার সুযোগ তিনি মিস করেন না। শুধু তাই নয় তিনি অভিনেতার ব্যক্তিত্বে মুগ্ধ।

‘ড্রাগন’ এ জুনিয়র এনটিআর এর বিপরীতে দেখা যাবে দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী রুক্মিনী বসন্তকে। ছবিতে রুক্মিণীর অন্তর্ভুক্তি দর্শকদের মধ্যে উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।

দেখুন অন্য খবর:

Read More

Latest News