ওয়েব ডেস্ক: আজ বলিউড তারকা অজয় দেবগণ(Ajay Devgan) তাঁর ৫৬তম জন্মদিন(56th Birthday) উদযাপন করলেন। এই বিশেষ দিনে, তাঁর স্ত্রী, ওয়েব অভিনেত্রী কাজল(Actress Kajol), সোশ্যাল মিডিয়ায় একটি মজার পোস্টের মাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। ছবিতে, কাজল এবং অজয় দুজনেই কালো পোশাকে সেজেছেন। অজয়ের চোখে মোটা ফ্রেমের চশমা, আর কাজলের মুখে সেই চেনা হাসি। কাজল ক্যামেরার দিকে তাকিয়ে আছেন, আর অজয় মুগ্ধ দৃষ্টিতে তাঁর দিকে তাকিয়ে।
কাজল তাঁর পোস্টে লিখেছেন, “সাধারণত, ‘কুল’ ব্যক্তিদের জন্ম আগস্ট মাসে হয়। তবে, তোমার জন্মদিনে তোমাকে শুভেচ্ছা জানাতে আমার কোনো আপত্তি নেই। সবসময় আমার থেকে বড় হওয়ার জন্য ধন্যবাদ!”
কাজলের এই মজার বার্তাটি প্রথমে বিভ্রান্তিকর মনে হলেও, পরে বোঝা যায় তিনি কী বলতে চেয়েছেন। কাজলের জন্মদিন ৫ আগস্ট। তিনি নিজেকে ‘কুল’ মনে করেন, তাই তিনি অজয়ের জন্মমাস এপ্রিল নিয়ে মজা করেছেন।
আরও পড়ুন:কি কারনে অ্যাক্টিভিস্টরা সলমন খানের ‘সিকন্দার’ বয়কটের দাবি তুলল! কতটা ঠিক!
এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, এবং অজয়ের ভক্তরা কাজলের রসবোধের প্রশংসা করেছেন। সঞ্জয় দত্ত এবং করিনা কাপুর খানও অজয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
অজয় এবং কাজলের প্রেম ১৯৯৫ সালে ‘হালচাল’ সিনেমার মাধ্যমে শুরু হয়েছিল। ১৯৯৯ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুই সন্তান রয়েছে: কন্যা নায়সা এবং পুত্র যুগ।
কাজলকে শীঘ্রই ‘দো পাত্তি’ এবং ‘মহারাগ্নি-কুইন অফ কুইন্স’ সিনেমায় দেখা যাবে। অন্যদিকে, অজয় ‘রেইড ২’ সিনেমার মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন।