ওয়েব ডেস্ক: বসন্ত পূর্ণিমার রঙিন মেজাজে কলকাতায় হোলি সেলিব্রেশন(Holi Celebration In Kolkata) অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ‘ছাইয়া ছাইয়া গার্ল’ মালাইকা অরোরা(Malaika Arora)।অনেকটা ট্রাডিশনাল পোশাকেই মহানগরের পিসি চন্দ্র পার্কের অনুষ্ঠানে হোলি উৎসবে শামিল হয়েছিলেন বলিউড অভিনেত্রী। উৎসবের মরশুমে কলকাতার মানুষদের উৎসাহ উদ্দীপনা যে যথেষ্ট চোখে পড়ার মতন তা মালাইকা উল্লেখ করলেন।
শুধু বলিউড নয় টলিউড ও দল উৎসবে রঙিন হয়ে উঠেছিল।মঞ্চে নিজেই নিজেকে চাঙ্গা করে তুললেন মালাইকা। সবাইকে নাচে শামিল হতে বললেন.. হোলি পার্টিতে মালাইকা রঙ ছড়ালেন!
আরও পড়ুন:‘খেলব হোলি, রং দেব না…’, দোলে রঙিন তারকারা
অনেকেই বললেন রং মাখানোর দিনে এমন করে শরীর ঢেকে মালাইকা কি সকলকে হতাশ করলেন!
মঞ্চে ডিজে মিউজিকের সঙ্গে বেশ কিছুক্ষণ নাচলেন মালাইকা।
ধামাকার মধ্যে ট্রাডিশনাল পোশাকে মালাইকা মঞ্চে এসে জিজ্ঞেস করলেন কেমন আছেন কলকাতা! আমি তোমাদের সবাইকে খুব ভালোবাসি। যদিও দর্শকরা তাকে এমন পোশাকে দেখতে অভ্যস্ত নয়। কেমন আছেন মালাইকা! উত্তরে বাংলায় মুন্নি বললেন ‘খুব ভালো’ ‘রঙ্গ ভরসে ‘,’বালাম পিচকারি’।
প্রসঙ্গত, অর্জুন কাপুর মালাইকারোরার প্রেমের সম্পর্ক নিয়ে নানান গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। এই দুই অভিনেতার বিচ্ছেদের গুঞ্জন গুঞ্জনের মধ্যে নিরাপত্তাহীনতা নিয়ে মালাইকার পোস্ট ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল। নোরা ফাতেহির সাথে কথোপকথনের মালাইকা কয়েক মাস আগে মুখ খুলে স্বীকার করেছিলেন যে তারও নিরাপত্তাহীনতা রয়েছে। তখন থেকেই তার বক্তব্য ভাইরাল। খোলামেলা কথোপকথনে মালাইকা জানিয়েছিলেন ‘দিনশেষে আমিও একজন মানুষ এমন কিছু দিন আসে যখন আমি বসে ভাবি ধুর ওই চাকরিটা আমারও হতে পারত।’
মালাইকা-অর্জুন বিচ্ছেদ নিয়ে জল্পনা অনেকদিন ধরেই শিরোনামে রয়েছে। যদিও দুজনের কেউই নিশ্চিত করেননি।