Wednesday, September 24, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeমায়াবী চোখের দৃষ্টি, ব্যাকলেস সাদা-কালো টুপিস ড্রেসে মিমি

মায়াবী চোখের দৃষ্টি, ব্যাকলেস সাদা-কালো টুপিস ড্রেসে মিমি

কলকাতা: ব্যাকলেস টুপিস ড্রেসে গ্ল্যামারাস মিমি চক্রবর্তী(Mimi Chakraborty)। স্যোশাল মিডিয়া তোলপাড় করলেন তাঁর লেটেস ফোটশ্যুটে। স্টাইলিস ও গ্ল্যামারাস (Stylis and Glamorous Mimi Chakraborty
) পোশাকে মিমির সৌন্দর্য ঠিকরে বের হচ্ছে। ‘রক্তবীজ ২’ ছবির শুটিংয়ের একটা পর্ব ইতিমধ্যেই শেষ করেছেন মিমি চক্রবর্তী। যেখানে ডাকাবুকো পুলিশ অফিসের ভূমিকায় দেখা যাবে তাঁকে।

তপ্ত দিনে ‘দুষ্টু কোকিল’ মেজাজে ম্যাজিক্যাল মিমি চক্রবর্তী। সোশাল মিডিয়ায় যেন আগুন ঝরালেন অভিনেত্রী। ফিগার হোক কিংবা ফোটোশ্যুট টলিপাড়ার অভিনেত্রীরা একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন। তাদের স্টাইল স্টেটমেন্টে হার মানছে বলি সুন্দরীরাও। হট ফোটোশ্যুটে নিজেকে মেলে ধরেছেন মিমি চক্রবর্তী। সোশ্য়াল মিডিয়ায় সেই ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন নায়িকা। ছবিতে দেখা যাচ্ছে ব্যাকলেস সাদা-কালো টুপিস ড্রেসে মিমিকে। ব্যাকলেস টপ, মাখনের মতো চকচকে অনাবৃত পিঠ থেকে যৌবন যেন ঠিকরে বেরোচ্ছে। পোশাকের সঙ্গে মানানসই মেকআপ খোলা চুল। খোলা চুলে লাস্যময়ীকে দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা। কোনও ছবিতে আনমোনা হয়ে হাসছেন, তো কোনও ছবিতে দেখা গেল তাঁর মায়াজাল বিস্তার করা চোখের দৃষ্টি। অভিনেত্রীর ছবি দেখে মুগ্ধ হয়েছেন অভিনেত্রীরা।

 

View this post on Instagram

 

A post shared by Mimi chakraborty (@mimichakraborty)

আরও পড়ুন: সামার হট লুকে সৌরসেনী 

অন্য খবর দেখুন

Read More

Latest News