কলকাতা: শোনা যাচ্ছে তার বিকিনি লুক(Bikini Look) ভাইরাল হতেই বলিউড(Bollywood) থেকে ফের ডাক পেয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী(Mimi Chakraborty)। আসন্ন দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়(Directr Siboprasad Mukhopadhya and Nandita Roy) পরিচালিত বহু প্রতীক্ষিত সিনেমা ‘রক্তবীজ ২’(Raktabeej 2)। এই ছবিতে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে আবারও সংযুক্তা মিত্র (Sanjukta Mitra) নামের এক পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। কিন্তু এরই মধ্যে খবর, বলিউডের নামি পরিচালক সুজিত সরকারে(Shoojit Sircar)র সঙ্গে কাজ করতে যাচ্ছেন তিনি।
আরও পড়ুন:‘ধূমকেতু জ্বরে কাঁপছে বাংলা’ দেশুর সাফল্যে সামিল আমূলও
আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে চলা এই ছবিতে মিমির পাশাপাশি অভিনয় করছেন আবীর চট্টোপাধ্যায়(Abir Chattopadhya), অঙ্কুশ হাজরা, নুসরত জাহান(Nusrat Jahan), কৌশানী মুখোপাধ্যায়(Kaushani Mukhopadhya), ভিক্টর বন্দ্যোপাধ্যায়(Victor Bandapadhya) এবং সীমা বিশ্বাস(Seema Biswas)। সিনেমার গল্পে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ে(Formar President of India Pranab Mukhopadhya)র জীবনের কিছু অংশ তুলে ধরা হয়েছে, বিশেষ করে বাংলাদেশের শ্বশুরবাড়িতে তাঁর ভ্রমণকে ঘিরে। ছবিতে অঙ্কুশকে একটি ভিন্ন ধরনের চরিত্রে দেখা যাবে, যা নিয়ে দর্শক মহলে কৌতূহল তৈরি হয়েছে। পরিচালকের দাবি, শুধু মুখ্য চরিত্র নয়, এই ছবির প্রতিটি শিল্পীকেই তাঁদের জীবনের সেরা চরিত্রে দেখা যাবে।
‘রক্তবীজ ২’-এর মুক্তির আগেই মিমির একটি বিকিনি লুক সামাজিক মাধ্যমে ঝড় তোলে। নীল রঙের বিকিনিতে মিমির সেই ছবি দেখে অনেকেই তাঁকে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং কিয়ারা আডভানির সঙ্গে তুলনা করেছেন। মিমির এই আকর্ষণীয় লুক এতটাই ভাইরাল হয় যে এর পরেই তাঁর কাছে বলিউডের কাজের প্রস্তাব আসে।
ইতিমধ্যেই মিমিকে পরিচালক বিক্রম মোতওয়ানের সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে রাজকুমার রাওয়ের বিপরীতে ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যাচ্ছে। এর মধ্যেই আবারও বলিউডের বড় নাম যুক্ত হলো তাঁর কেরিয়ারে।
সুজিত সরকারের সঙ্গে নতুন কাজ
বলিউডের জনপ্রিয় পরিচালক সুজিত সরকারের সঙ্গে একটি বিজ্ঞাপনী ছবিতে(Ad film) কাজ করতে চলেছেন মিমি চক্রবর্তী, এমনটাই খবর। যদিও এ বিষয়ে পরিচালক বা মিমি কেউই এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি, কিন্তু জানা গিয়েছে একটি বিখ্যাত গয়না প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপনী ছবি সুজিত সরকার পরিচালনা করবেন এবং মিমি সেই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন।
এই ছবিটি যেহেতু দুর্গাপূজাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে, তাই বলা যায়, পূজার আগে ‘রক্তবীজ ২’-এর সংযুক্তা মিত্র এবং এই নতুন বিজ্ঞাপনী ছবির ভিন্ন দুটি চরিত্রে মিমিকে দেখা যাবে, যা তাঁর ভক্তদের জন্য বড় চমক হতে চলেছে।