বছর খানেকের বেশি হয়ে গেল মাকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার ছবি সলমন খান(Salman Khan) সোশ্যাল মিডিয়ার পাতায় পোস্ট করার পরপরই তা ভাইরাল হয়েছিল। আন্তর্জাতিক মাতৃদিবসে সেই পোস্ট দেখে সলমন অনুরাগীরা আবেগে ভেসেছিল।
এবার দুবাইয়ের এক ইভেন্টে মা সালমার(Mother Salma) সঙ্গে উপস্থিত ছিলেন সৎ মা হেলেনও(Helen)। নিজের মেয়ে মায়ের পাশাপাশি সৎ মা হেলেনকেও চুম্বন(Kisses) করতে দেখা গেল সলমনকে। যা নেট দুনিয়ার নজর কেড়েছে। দুবাইয়ে নিজের ভাগ্না আয়ান অগ্নিহোত্রীর গানের লাঞ্চে হাজির ছিলেন বলিউড হিরো। আয়ান সালমানের বোন আলভিরা অগ্নিহোত্রীর ছেলে। এই গানের লঞ্চে উপস্থিত ছিলেন পরিবারের লোকজন। সেখানেই ভাইজান তার দুই মাকে চুম্বনের স্পর্শে আদরে ভরালেন। অনুষ্ঠানে পৌঁছেই সলমন এগিয়ে যান তার মাস সালমার দিকে। চুম্বনের প্রত্যুত্তরে সালমাও পুত্র সলমনকে চুম্বনে ভরিয়ে দেন। যা পাশে বসে দেখছিলেন হেলেন। মুখে ছিল মিষ্টি হাসি। এরপর হেলেন কেও চুমু খান সলমন। পাশাপাশি বসেছিলেন দুই মা। সলমনের এ মিষ্টি মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমেই ভাইরাল হচ্ছে। পরিবারের সঙ্গে সালমানের সম্পর্ক অত্যন্ত অন্তরঙ্গ। একজন অনুরাগী লিখেছেন সলমন একেবারে অন্য ধাতু তৈরি।
অন্য একজন লিখেছেন নিজের মা সালমার পাশাপাশি নিঃসন্তান হেলেনকেও এভাবে আদর করা দেখে ভীষণ ভালো লাগলো। এজন্যই সলমন সেরা।
প্রসঙ্গত ১৯৬৪ সালে সেলিম খান কে বিয়ের করার পর নিজের নাম পরিবর্তন করে সালমা রাখেন সুশীলা। জন্মসূত্রে তিনি হিন্দু। জন্মদান চার সন্তানের। সলমন,আরবাজ,সোহেল এবং মেয়ে আলভিরা। দত্তক নেন অর্পিতাকে। এরপর সেলিমের জীবনে আসেন হেলেন। বলিউডের এই জনপ্রিয় নৃত্যশিল্পী তথা অভিনেত্রীকে ১৯৮১ সালে বিয়ে করেন সেলিম খান। তখন সলমনের বয়স ১৬।
এই বিয়ের পর সেলিম খান তার সন্তানদের প্রতিক্রিয়া দেখে বলেছিলেন, তোমরা হয়তো তোমাদের নিজের মায়ের মত ভালবাসা হেলেন কে দিতে পারবে না তবে মায়ের সম্মানটা অন্তত দিও। সেটাই যথেষ্ট।
হেলেনের সঙ্গে প্রকাশ্যে সন্তানদের খুব একটা দেখা যায় না। তবে সেলিমের কথা মেনে সলমন যে চুম্বন দিয়ে এলেন কে ভালোবাসা জানালো তা তার ভক্তদের কাছে এক দৃষ্টান্ত হিসেবে থেকে যাবে।