Tuesday, October 7, 2025
spot_img
Homeবিনোদনটানা ৮ ছবিতে খলনায়িকা হবেন শ্রদ্ধা!

টানা ৮ ছবিতে খলনায়িকা হবেন শ্রদ্ধা!

ওয়েব ডেস্ক: ‘স্ত্রী ২'(Stree 2) ছবিতে অভিনয় করে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর(Shraddha Kapoor) যথেষ্ট নজর কেড়েছিলেন। তাক লাগিয়ে দেবার মতন ছিল এই হরর কমেডি(Horror Comedy Movies) ছবিতে তার অভিনয়। তারপরে জানা গেছে ‘স্ত্রী ৩'(Stree 3) কিংবা ‘ভেরিয়া ২'(Veria Movie) ছবিতেও তাকেই দেখা যাবে। এছাড়াও শোনা যাচ্ছে ম্যাডক ফিল্মসের(Maddock Films) হরর কমেডি ইউনিভার্সের(Commedy Universe) ৮টি ছবিতেই নাকি দেখা যাবে শ্রদ্ধাকে। এই প্রযোজনা সংস্থার ভৌতিক কাহিনীর মূল খলনায়িকা(Female Villiain) হিসেবে এখন শ্রদ্ধা চিহ্নিত হয়েছে। যা শুনে মজার ছলে অভিনেত্রী বলেছেন এইরকম হলে তো ভালোই হয়; বেশ মজার ব্যাপার! আমি তো শক্তি কাপুরের মেয়ে,ভিলেনই তো হওয়া উচিত।

আরও পড়ুন:কলকাতায় হোলি পার্টিতে মালাইকা রঙ ছড়ালেন

প্রসঙ্গত, ২০২৫ এর জানুয়ারি মাসে চিত্র নির্মাতা দীনেশ বিজন ‘ম্যাডক’ হরর কমেডি ইউনিভার্স এর নতুন ছবির কথা ঘোষণা করেছেন। এমনকি রিলিজ ডেট পর্যন্ত ঘোষণা করেছেন।
২০২৪-এ ‘স্ত্রী ২’ ব্লকবাস্টার ছবিতে শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও এর দুর্দান্ত কেমিস্ট্রি যথেষ্ট হিট করেছিল। জানা যাচ্ছে ২০২৫ এ মুক্তি পাবে আয়ুষ্মান খুরানা এবং রাশ্মিকা মান্দানা অভিনীত ‘থামা’ এবং ‘শক্তি শালীনী’। তারপরেই আসবে ‘ভেরিয়া ২’,’চামুন্ডা’, ‘স্ত্রী ৩’, মহা মুঞ্জা,পেহলা মহাযুদ্ধ,দোসরা মহাযুদ্ধ। এই সবকটি হরর কমেডি ইউনিভার্সের ছবিতেই নাকি থাকবেন শ্রদ্ধা।

Read More

Latest News