কলকাতা: বারবারই নিজের লুক দিয়ে অনুরাগীদের মন জিতে নিয়েছেন টলি অভিনেত্রী ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। ফোটোশ্যুটে ভক্তদের নিমেষে ঘায়েল করছেন ঐন্দ্রিলা সেন। নায়িকার ইনস্টাগ্রামে চোখ রাখলে দেখা যাচ্ছে কালো ড্রেসে অপরূপা হয়ে উঠৈছেন ঐন্দ্রিলা। জেল্লা দেখে মোহিত অনুরাগীরা।
আরও পড়ুন:শহর থেকে দূরে বরফের মাঝে মিমির, কোথায় গেলেন অভিনেত্রী
শিশুশিল্পী হিসাবে টলিউডে তাঁর যাত্রা শুরু। ছোট পর্দার সফল অভিনেত্রী তিনি। বেশ কিছু বছর হল বড় পর্দায় শুরু হয়েছে নায়িকা ঐন্দ্রিলা সেনের যাত্রা। অভিনয়ের পাশপাশি সোশ্যাল মিডিয়ায় প্রায় সময়েই নিজের বিভিন্ন লুকের ছবি থেকে ভিডিও শেয়ার করে থাকেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। ইন্ডিয়ান হোক ওয়েস্টান সব ধরেন পোশাককে গর্জাস লাগেন অভিনেত্রী। অভিনেত্রীর বোল্ড লুকেই ঘায়েল হয়েছেন নেটিজেনরা। এবার তাঁকে দেখা গেল ইনস্টাগ্রামের প্রোফাইলে ব্ল্যাক টুপিস ড্রেসে। ছবি শেয়ার করেছেন, হালকা মেকাপে মাত দিচ্ছেন তিনি। কালো স্পিল্টেট স্কাটের সঙ্গে মিরর কাজ করা টপের সঙ্গে পোজ দিয়েছেন। মারকাটারি চাবিক ফিগারে রীতিমতো ছক্কা হাঁকাচ্ছেন টলি নায়িকা। হট অ্যান্ড সেক্সি টলি অভিনেত্রী ঐন্দ্রিলা সেনকে দেখে রীতিমতো যেন ভিড়মি খেয়েছেন ভক্তরা।
View this post on Instagram
অন্য খবর দেখুন