Monday, September 1, 2025
Homeবিনোদনসলমন-শাহিদ কাপুরের সহ অভিনেত্রী এখন নামকরা জ্যোতিষী!

সলমন-শাহিদ কাপুরের সহ অভিনেত্রী এখন নামকরা জ্যোতিষী!

'জয় হে' ছবিতে সলমন খানের সঙ্গে তাকে দেখা গিয়েছিল

ওয়েব ডেস্ক: দশ বছরেরও বেশি সময় অতিক্রান্ত হয়েছে তিনি অভিনয় ছেড়েছেন। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত সলমন খান(Salman Khan) অভিনীত ‘জয় হো'(Jai Ho) ছবিতে একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল টিউলিপ  জোশিকে(Tulip Joshi)। কিন্তু অনেক বলি নায়িকার থেকেও তার উপার্জনের পরিমাণ এখন অনেক বেশি। কিন্তু কি করে!

আরও পড়ুন:জন আব্রাহামের মুখে ‘কাশ্মীর ফাইলস’ এর নিন্দে শুনে রেগে লাল বিবেক! কি বললেন!

উল্লেখ্য কয়েকটি বলিউড ছবিতে অভিনয় করার পর টিউলিপ অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে নেন।
টিউলিপের বয়স এখন ৪৫। মডেলিং এর মাধ্যমে তিনি বিনোদন দুনিয়ায় পা রেখেছিলেন। মুম্বই শহরেই তিনি স্কুল এবং কলেজের পড়াশোনা শেষ করেন। ২০০২ সালে তার বলিউডে অভিষেক হয়। খেলাধুলার প্রতি টিউলিপের বরাবর যথেষ্ট আগ্রহ ছিল। যশরাজ ফিল্মসে(Yashraj Films)র বর্তমান কর্ণধার(Yashraj Films head) আদিত্য চোপড়া(Aditya Chopra)র প্রাক্তন স্ত্রী পায়েল খান্নার(Payel Khanna) বান্ধবী ছিলেন টিউলিপ  জোশি। সেখান থেকেই আদিত্য নজরে আসেন টিউলিপ। যশরাজ ফিল্মসের ব্যানারে ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়'(Mere Yaar Ki Shaadi Hai) ছবিতে অভিনয় করেছিলেন টিউলিপ। এছাড়া ‘জয় হে’ ছবিতে সলমন খানের সঙ্গে তাকে দেখা গিয়েছিল।

হিন্দির পাশাপাশি পাঞ্জাবি,তামিল এবং তেলেগু ভাষা শিখেছিলেন। পরবর্তীকালে বলিউড ছবি ছাড়াও দক্ষিণে ছবিটা তিনি কাজ করেছিলেন। কিন্তু কোথাও তেমন সাড়া জাগাতে পারেনি। তারপরেই সেনাবাহিনীতে কর্মরত ক্যাপ্টেন বিনোদ নায়ারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি।
প্রসঙ্গত, সলমন খান,শাহিদ কাপুর,মাম্মতির মতো তারকাদের সঙ্গে বড় পর্দায় দেখা গেছে টিউলিপকে।শাহিদ কাপুরের সঙ্গে টিউলিপকে দেখা গিয়েছিল ‘দিল মাঙ্গে মোর'(Dil Mange More) ছবিতে।
টিউলিপ বর্তমানে একটি ওয়েবসাইট খুলেছেন। যে ওয়েবসাইটে অভিনেত্রী এবং বৈদিক স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিচ্ছেন। ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যা ২১ হাজারের গণ্ডি পেরিয়েছে।


গত ১০ বছর ধরে গ্ল্যামার দুনিয়া থেকে অনেকটা দূরে জীবনযাপন করছেন টিউলিপ জোশি। ২০০৭ সালে স্বামীকে নিয়ে এ অভিনেত্রী প্রতিষ্ঠা করেছেন ‘কিমি কনসালটিং’(KiMi Consulting)। এই সংস্থা পরিচালান করছেন তারা। একজন সফল ব্যবসায়ীর পাশাপাশি, টিউলিপ একজন নামকরা জ্যোতিষী(Astrologer)ও। অভিনেত্রীর ওয়েবসাইট অনুযায়ী, বহু বছর ধরে বৈদিক জ্যোতিষ ও জীবনধারা পরামর্শবিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন টিউলিপ।

Read More

Latest News