Friday, August 29, 2025
HomeScrollট্রাম্পের শুল্ক যুদ্ধে বিশ্ববাজারে শঙ্কা

ট্রাম্পের শুল্ক যুদ্ধে বিশ্ববাজারে শঙ্কা

ওয়েব ডেস্ক: একের পর এক কড়া নির্দেশিকা জারি করছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মাসনদে বসেই সেখানকার শিক্ষা ব্যবস্থা (Education Department) একেবারে লাটে তুলেছেন তিনি। আর এবার গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশের উপর চড়া হারে বসাতে চলেছেন শুল্ক (Tariffs)! বিদেশি গাড়ির উপর এই শুল্ক চাপানোর কথা ঘোষণা করলেন তিনি। ট্রাম্পের মতে এই নীতির জেরে মার্কিন যুক্তরাষ্ট্রে গাড়ির উৎপাদন বাড়াতেও করবে সাহায্য। আর এই শুল্কর জেরে মনে করা হচ্ছে  রাজস্ব হিসাবে আমেরিকায় আয় হবে প্রায় ১০০ বিলিয়ন ডলার।

বুধবার এমনটাই ঘোষণা করলেন আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানান ২৫ শতাংশ নয়া শুল্ক লাগু করা হচ্ছে গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশের উপর। যার জেরে মার্কিন বাজারে বাড়তে চলেছে গাড়ির দাম।

এই নতুন নিয়ম লাগু হতে চলেছে ৩ এপ্রিল থেকে।

ইতিমধ্যেই হোইট হাউসের পক্ষ থেকে করা হয়েছে এক্স হ্যান্ডেলে পোষ্ট। দেখুন সেই পোষ্ট

আরও পড়ুন: গাজার ইউনিসের হাসপাতালে ইজরায়েলের ভয়ঙ্কর হামলা!

গাড়ি শিল্পের একাংশ আগেই আশঙ্কা করেছিল, গাড়ির যন্ত্রাংশের উপর যদি কড়া শুল্ক জারি করা হয় তাহলে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের যেই চাহিদা তাতে দুই দেশের মধ্যে কাঁচামালের চাহিদা ও জোগানের ভারসাম্য কিছুটা বিঘ্নিত হবে। এমনকি বিশ্ব উৎপাদন ব্যবস্থার সঙ্গে ভারতের গাড়ি ও যন্ত্রাংশ শিল্প গভীরভাবে যুক্ত তাতেও পরতে চলেছে বিশাল প্রভাব। আর আমেরিকার এই সিদ্ধান্তের পর এবং ৩ এপ্রিলের পর থেকে ভারতের অটোমবাইল শিল্পেও আসতে চলেছে ঝটকা। আসঙ্কা করা হচ্ছে এই সিদ্ধান্তের ফলে কর্মহীন হতে পারেন বহু ভারতীয়।

এর আগে ডোনাল্ড ট্রাম্প ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপরে ২৫% হারে আমদানি শুল্ক চাপিয়েছেন। আর এবার গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশের উপর চড়া হারে শুল্ক চাপানোর ঘোষণা করলেন, যার জেরে মনে করা হচ্ছে বিশ্ব জুড়ে দেখে দেবে এক ভয়ঙ্কর পরিস্থিতির।

দেখুন অন্য খবর

Read More

Latest News