Sunday, August 31, 2025
HomeScrollজলপথে পাকিস্তানের করাচির পোর্ট ধবংস করল INS-Vikrant

জলপথে পাকিস্তানের করাচির পোর্ট ধবংস করল INS-Vikrant

ওয়েবডেস্ক- পাকিস্তানকে (Pakistan)  বুঝিয়ে দিতে একসঙ্গে অ্যাকশনে স্থল, জল ও বায়ুসেনা। ইতিমধ্যেই পাকিস্তানের তিন শহরে ডিফেন্স সিস্টেম (Defence System) ধ্বংস করে দিয়েছে ভারত। সব হানার উপযুক্ত জবাব দেওয়া হবে, জানিয়ে দিলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর (Foreign Minister Jaishankar)।

জোর অ্যাকশনে ভারতীয় নৌবাহিনী (Indian Navy)। করাচি বন্দরে (Karachi Port) পৌঁছে গেছে আইএনএস বিক্রান্ত। জলপথে পাকিস্তানের করাচির পোর্ট ধবংস করল INS-Vikrant।  পাকিস্তানকে কড়া জবাব দিতে ভারতের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

নৌ সেনার তরফে পাকিস্তাকে উপযুক্ত জবাব পদক্ষেপ নেওয়া হয়েছে। জলপথেও যদি পাকিস্তান হামলার ছক কষে, তাহলে সেই চাল বানচাল করে দিতেও অতি সক্রিয় ভারতীয় নৌ সেনা। করাচি বন্দর এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। বেশ কিছু বিমান বন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।

দেখুন ভিডিও-

Read More

Latest News