Wednesday, October 1, 2025
spot_img
HomeScrollখাঁটি বাঙালিয়ানা! দুর্গোৎসবে মেতেছে সিঙ্গাপুরও, দেখুন ছবি
Durga Puja In Singapore

খাঁটি বাঙালিয়ানা! দুর্গোৎসবে মেতেছে সিঙ্গাপুরও, দেখুন ছবি

১৯৫৬ সালে কয়েকজন প্রবাসী বাঙালি শুরু করেন সিঙ্গাপুরের এই দুর্গাপুজো

ওয়েব ডেস্ক: দুর্গাপুজোয় (Durga Puja) মত্ত বাংলা। তবে শুধু বঙ্গ নয়, মা দুর্গার পুজো এখন হয় বিভিন্ন দেশেও। ইংল্যান্ড, আমেরিকার পাশাপাশি সিঙ্গাপুরেও (Singapore) পুজোর আয়োজন হয় দেবীপক্ষে। সেদেশের বাঙালি প্রবাসীদের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী দুর্গাপুজো আবারও পরিণত হতে চলেছে এক মহোৎসবে। সিঙ্গাপুর বেঙ্গলি অ্যাসোসিয়েশনের (Bengali Association Of Singapore) উদ্যোগে কিছু প্রবাসী বাঙালির হাতে আয়োজিত এই পুজো শুরু হয়েছিল ১৯৫৬ সালে। ছোট্ট আয়োজন হিসেবে যাত্রা শুরু হলেও, আজ তা সিঙ্গাপুরের অন্যতম বড় উৎসব হিসেবে প্রতিষ্ঠিত।

এবছর ২৭ সেপ্টেম্বর থেকে ওয়েন রোড, বার্মা রোড এবং ফারার পার্ক স্টেশন রোডের সংযোগস্থলে বসেছে অস্থায়ী পুজোমণ্ডপ। থাকবে ২ অক্টোবর পর্যন্ত। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুজোর যাবতীয় আচার—পুষ্পাঞ্জলি, ভোগ, সন্ধ্যারতি, ধুনুচি নাচে মুখরিত হবে প্রবাসের আকাশ। ভোরের শঙ্খধ্বনি আর সন্ধ্যার আলো-আরতি প্রবাসীদের ফিরিয়ে নিয়ে যাবে কলকাতার চেনা দুর্গোৎসবের আবহে।

আরও পড়ুন: লন্ডনের বুকে এক টুকরো বাংলা! সাবেকি রীতিতে চলছে মায়ের পুজো

শিশুদের জন্য থাকছে আঁকাআঁকি, কর্মশালা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, যেখানে তারা শিখবে বাঙালি সংস্কৃতির নানা দিক। পূজামণ্ডপের পাশে বসবে খাবারের মেলা—ফুচকা, রোল, বিরিয়ানি, মিষ্টি—যা মুহূর্তেই মনে করিয়ে দেবে বাংলার রন্ধনশিল্পের স্বাদ।

সন্ধ্যায় থাকছে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। রবীন্দ্রসঙ্গীত, আধুনিক বাংলা গান, লোকনৃত্য থেকে শুরু করে বলিউডের ছন্দ—সবকিছু মিলিয়ে সাজানো হবে এক বর্ণিল সন্ধ্যা। নাটক ও নৃত্যনাট্যে উঠে আসবে বাংলার গ্রামীণ জীবন থেকে শহুরে জীবনের নানা রঙ।

সিঙ্গাপুর বেঙ্গলি অ্যাসোসিয়েশনের সভাপতি জানিয়েছেন, “এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, আমাদের পরিচয়, আবেগ ও শিকড়ের স্মরণ। প্রবাসেও আমরা এভাবেই আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখি।”

দেখুন আরও খবর:

Read More

Latest News