Thursday, August 28, 2025
HomeScrollফের কোস্তিয়ানতিনিভকাতে জোরদার রাশিয়ান হামলা

ফের কোস্তিয়ানতিনিভকাতে জোরদার রাশিয়ান হামলা

 ওয়েব ডেস্ক: ফের ইউক্রেনে (Ukraine) জোরদার রাশিয়ান (Russia) হামলা। নাইন ফ্যাব-২৫০ বোমা এবং কামান হামলায় ক্ষতিগ্রস্ত জেলেনেক্সির দেশের একাধিক অঞ্চল। আক্রমণের খবরে সিলমোহর দিয়েছে ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়। হামলায় নিহত ১, গুরুতর আহত ৭।

আরও পড়ুন: লস এঞ্জেলেসের অদূরে নতুন করে আগুন আতঙ্ক! বাসিন্দাদের দেওয়া হল ঘর ছাড়ার নির্দেশ

আচমকা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৯৮টি বেসামরিক ট্যাঙ্ক, ৮টি অ্যাপার্টমেন্ট বিল্ডিং, ১৮টি বাড়ি, ১৮টি ব্যক্তিগত বাড়ি, ২৫টি গ্যারেজ, ১৮টি আউটবিল্ডিং, ১২টি গাড়ি, একটি ক্যাফে, দুটি প্রশাসনিক ভবন, একটি বয়লার হাউস, ৭টি পাওয়ার লাইন এবং ৬টি গ্যাস পাইপলাইন।

দেখুন আরও খবর:

Read More

Latest News