Sunday, October 12, 2025
HomeJust Inট্রাম্পের দুমাসে বিপুল ক্ষতি, আমেরিকার শেয়ার বাজারে ধস

ট্রাম্পের দুমাসে বিপুল ক্ষতি, আমেরিকার শেয়ার বাজারে ধস

ওয়েব ডেস্ক: ১৯৩০ সালে আমেরিকায় (US) মহামন্দা (Great Depression) দেখা দিয়েছিল। যার প্রভাব পড়েছিল সারা বিশ্বে। আরও একবার ২০০৮ সালে আমেরিকার অর্থনীতির (Economy) টলমল অবস্থা হয়। তা সামাল দেওযা গিয়েছিল। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে আমেরিকার শুল্ক হুমকিতে চিন্তার ভাঁজ বিশ্ব অর্থনীতিতে। এবার যে ছবি সামনে আসছে তাতে দেখা যাচ্ছে, ট্রাম্পের উপর আস্থা রাখতে পারছে না আমেরিকার বণিক মহলই। আমেরিকার শেয়ার বাজারে ধস নেমেছে। গত দু’মাসে মার্কিন শেয়ার বাজার খুইয়েছে ৪ লক্ষ কোটি ডলার।

২০ ডানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরে মার্কিন বাজারে ধস। বাজার নির্ভর নানা তহবিলে টাকা রেখে বিশাল ক্ষতির সামনে মার্কিন আম-আদমি। বিশেষ করে ক্ষতিগ্রস্ত প্রবীণরা। যাঁরা অবসর পরবর্তী জীবন কাটানোর জন্য টাকা সঞ্চয় করেছেন বছরের পর বছর। অবসরকালীন সঞ্চয়ের অনেকটাই হারিয়ে গিয়েছে শেয়ার বাজার পতনে। যার জেরে দুশ্চিন্তা ও উদ্বেগ মার্কিন সমাজে। সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট হিসেবে আমেরিকার মসনদে বসেছেন ট্রাম্প। তাঁর আমলে ভালো নেই প্রবীণরাই। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এর প্রভাব পড়বে আন্তর্জাতিক মহলেও। এমনিতেই ট্রাম্পের নীতি ভারত সহ বিশ্বের বড় দেশগুলিতেও প্রভাব ফেলেছে। ভারতের শেয়ার বাজারে এর নেতিবাচক প্রভাব পড়েছে। অনেকে ভারতের শেয়ার বাজার থেকে বিদেশি লগ্নি তুলে নিয়েছেন।

আরও পড়ুন: হামাস যোগের অভিযোগে আমেরিকায় আটক ভারতীয় গবেষক

দেখুন অন্য খবর: 

Read More

Latest News