ওয়েবডেস্ক: হিন্দু ভোট (Hindu Vote) এক করতে গিয়ে এই রাজ্য বিজেপি (State bjp) ইদের কর্মসূচি (Eid Programme) পালন করতে পারল না। দেশের সংখ্যালঘু ভোট (Minority vote) কাছে টানতে কেন্দ্রীয় বিজেপি (Central BJP) বিশেষ কর্মসূচি নিয়েছিল।
কেন্দ্রের সেই কর্মসূচিতে ছিল ইদেতে সংখ্যলঘু এলাকায় গিফ্ট দেওয়া হবে। মূলত জামা, কাপড় বা আর্থিক সাহায্য। গত ১৬ মার্চ দিল্লিতে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। নাম দেওয়া হয় ‘সওগাত -এ মোদি’ (Saugat e Modi) ।
কিন্ত এই রাজ্য এই কর্মসূচি পালন করতে পারলেন না বিজেপির নেতারা । এত হিন্দু হিন্দু করে লাফাতে গিয়ে কার্যত এই কর্মসূচিতে কেউ যেতে পারল না! প্রশ্ন উঠেছে দলের মধ্যে, লজ্জাতেতেই কি নেতাদের এই হাল হল ??
আরও পড়ুন: রেড রোড থেকে বিজেপির সাম্প্রদায়িক শক্তিকে রুখে দেওয়ার বার্তা অভিষেকের
রাজ্য বিজেপি এখন লক্ষ্য, সব হিন্দু ভোট এক করা। তারা মনে করে হিন্দু ভোট এক করতে পারলেই ২০২৬ এ ক্ষমতায় চলে আসবে বিজেপি । তাই শুভেন্দু সহ রাজ্য নেতারা নেমে পড়ছেন হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান নিয়ে ।
সংখ্যালঘু এলাকায় বুথ কমিটি করার দরকার নেই বলে নিদান দিয়েছে। এই অবস্থায় কি করে সংখ্যালঘু এলাকায় ইদে উপহার নিয়ে যাবে দলের নেতারা ? তাই সরকারি ভাবে দলের নেতা, বিধায়ক , সাংসদদের কর্মসূচিতে আজ এই উৎসব পালনের কথা বলা নেই ।
কার্যত কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে পারলেন না এই রাজ্যের বিজেপি ।
তবে বিজেপির সংখ্যালঘু মোর্চা প্রধান চার্লস নন্দীর মতে ব্যাপক ভাবে এই কর্মসূচি এই রাজ্য সম্ভব নয়। তবে তিনি এই কর্মসূচি পালন করার চেষ্টা করেছেন । নেতারা কেন নেই এই কর্মসূচি নেই? এই প্রশ্নের কোনও উওর পাওয়া যায় নি ।
চার্লস নন্দী জানান, গুড ফ্রাইডেতে সারা দেশে এই কর্মসূচি পালন হবে ।
সংখ্যালঘু ভোট ধরে বিজেপির এই কর্মসূচিতে রাজ্য বিজেপি লজ্জায় থাকতে পারলেন না, উঠছে প্রশ্ন।
দেখুন অন্য খবর: