Wednesday, August 27, 2025
HomeBig newsচাকরি বাতিল মামলার শুনানির চলছে সওয়াল জাবাব

চাকরি বাতিল মামলার শুনানির চলছে সওয়াল জাবাব

দিল্লি: সুপ্রিম কোর্টে (Supreme Court) ফের পিছিয়ে গেল চাকরি বাতিল মামলার শুনানি (Ssc Recruitment Case)। যার জেরে আবারও অনিশ্চিত হয়ে রইল ২৬ হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ। সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়, সময়ের অভাবে আজকে মুলতুবি করা হল এই মামলার শুনানি। কিন্তু তারপরেই সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানও হয় আজই এই মামলার শুনানি শুনবে শীর্ষ আদালত। জানা যাচ্ছে, এদিন দুপুরেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে হবে এই মামলার শুনানি।

আরও পড়ুন: রেশন দুর্নীতি মামলায় জামিন জ্যোতিপ্রিয় মল্লিকের

আজ শীর্ষ আদালতে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু তারপরেই তা পিছিয়ে দেওয়া হয়। আর তারপরেই শীর্ষ আদালতের তরফ থেকে জানানো হয় আজ দুপুরেই এই মামলার শুনানি শুরু হবে।  প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতির সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চেই হবে এই মামলার শুনাসুনান

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি কথা ছিল এই মামলার শুনানি হবে, কিন্তু সেদিনও সময়ের অভাবে পিছিয়ে দেওয়া হয় সেই মামলা। তারপর আজকে অর্থাৎ ১৫ জানুয়ারি সময় দেওয়া হয়েছিল কিন্তু এদিনও প্রথম হাফে জানানো হয় সময়ের অভাবে হয়তো পিছিয়ে যেতে পারে এই মামলা। কিন্তু তারপরেই  সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয় আজ দুপুরেই হবে এই মামলার সুনানি।

দেখুন অন্য খবর

Read More

Latest News