Friday, October 10, 2025
Homeভারতে এলে তিন দিনের জন্য প্ল্যানিংয়ে কাশ্মীর রাখুন, অনুরোধ অভিষেকের

ভারতে এলে তিন দিনের জন্য প্ল্যানিংয়ে কাশ্মীর রাখুন, অনুরোধ অভিষেকের

ওয়েবডেস্ক-যতই ভয় তোমরা দেখাও না কেন, আমরা ভয় পাব না, বিদেশের মাটি থেকেই ফের একবার পাকিস্তানের দিকে সেই আওয়াজই তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । পহেলগাম (Pagalgam) কাণ্ডের পরে মানুষ যখন কাশ্মীর (Kashmir) যেতে ভয় পাচ্ছেন, অনেকেই কেটে রাখা টিকিট ক্যানসেল করে দিচ্ছেন, ঠিক তখনই বিশ্বের মাটিতে থেকে কাশ্মীরের মানুষের প্রতি ভালোবাসা, রাজ্যের উন্নয়ন ও সাধারণ মানুষকে ভরসা জোগালেন অভিষেক।

জাকার্তাবাসীর (Jakarta) উদ্দেশে বলিষ্ঠ গলায় অভিষেক বলেন, বিশ্বের যে কোনও দেশ থেকেই আপনাদের যখন ভারতে বেড়াতে আসার পরিকল্পনা থাকে, তখন আগেই থেকেই তার দিনক্ষণ ঠিক করে নেওয়া হয়। কিন্তু আমি এখানে একটা কথা বলব, কেউ যদিন ১০ দিন পরিকল্পনা করেন, তাহলে হাতে আরও তিনদিন বাড়তি রাখুন। ১৫ দিনের প্ল্যান থাকলে বাড়িয়ে করুন ১৭ দিন। ওই বাকি তিনদিন একবার কাশ্মীর থেকে ঘুরে আসুন। কাশ্মীরের পর্যটন ও অর্থনীতি ফের ঘুরে দাঁড়াবে। বিশ্বের দরবারে এইভাবে কাশ্মীরকে তুলে ধরলেন অভিষেক।

আরও পড়ুন- ভারত-পাক দ্বন্দ্ব থামিয়েছে আমেরিকা, ফের দাবি ট্রাম্পের

সেইসঙ্গে পাকিস্তান কিভাবে সন্ত্রাসের জন্ম দিয়ে যাচ্ছে, সেকথাও তুলে ধরেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। প্রবাসী ভারতীয়দের সামনে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বললেন, এবার পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে, পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার নিয়েই আলোচনা হবে। তাছাড়া আর কোনও কথা নয়।

অভিষেক ভারতের ঐতিহ্য তুলে ধরে বলেন, এই মাটি রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ চন্দ্র বসুর। সহিষ্ণুতা, মানবতার কথা বলতে আমরা কখনও পিছিয়ে থাকি না।

বিদেশের মাটিতে দেশের ঐক্যের বার্তা তুলে ধরে অভিষেক বলেন, আমাদের প্রতিনিধি দলকে দেখুন। শাসক দলের সঙ্গে মতভেদ থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে আমরা সকলেই এক। সেখানে রাজনৈতিক মতবিরোধের কোনও জায়গা নেই। আমি দেশের স্বার্থেই কাজ করে যাব। আমরা বহু দেশ সফর করেছিল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা সবাই একসঙ্গে আছি। প্রত্যেকেই নিজের নিজের অবস্থান থেকে তাদের অবস্থান স্পষ্ট করে সকলের সামনে তুলে ধরেছেন। পাকিস্তানে আসল চেহারা সবার সামনে খুলে দিতে হবে।

জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ঘুরে প্রতিনিধি দলের সঙ্গে এখন জাকার্তায় রয়েছেন অভিষেকরা।

দেখুন ভিডিও-

Read More

Latest News