Saturday, September 13, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeবাংলাদেশের টাকা থেকে বঙ্গবন্ধুর ছবি সরল

বাংলাদেশের টাকা থেকে বঙ্গবন্ধুর ছবি সরল

ওয়েব ডেস্ক: বাংলাদেশের ইতিহাস মুঠতে উদ্যোগী প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস (Muhammad Yunus)। শুধু তাই নয় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তাঁর পরিবারকে মুছে ফেলতে মরিয়া ইউনূস সরকার। শেখ হাসিনা দেশ ছাড়ার পর বঙ্গবন্ধুর মূর্তি, তাঁর পৌত্রিক ভিটেমাটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে । এবার বাংলাদেশের মুদ্রা (Note Removes Sheikh Mujibur Rahmans Image) থেকেও তাঁকে সরিয়ে ফেলল ইউনূস সরকার। মৌলবাদীদের দাবির কাছে মাথানত করে বাংলাদেশের টাকা থেকে সরানো হল জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবি।

রবিবার বাংলাদেশ রিজার্ভ ব্যাঙ্কের তরফে এই নোট আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসতেই চর্চা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, কেন ৭১-এর ইতিহাস মুছতে এত মরিয়া ইউনুস? ১ জুন বাংলাদেশে নতুন নোট প্রকাশিত হয়। টাকা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি সরিয়ে তার বদলে এসেছে ধর্মীয় স্থান, বিভিন্ন ল্যান্ডমার্ক ও প্রাকৃতিক সৌন্দর্যের ছবি। বাংলাদেশের সেন্ট্রাল ব্যাঙ্ক এই নতুন নোট প্রকাশের পরই অনেকে প্রশ্ন তুলেছেন, দেশের মুদ্রায় বদল আনার মতো বড় পদক্ষেপ একমাত্র নির্বাচিত সরকার করতে পারে। মহম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তী সরকার রয়েছে। তারা কীভাবে মুদ্রার ছবি বদলে ফেলতে পারে?এতদিন বাংলাদেশের সমস্ত টাকা শেখ মুজিবর রহমানের ছবি থাকত। ১৯৭১-র মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধুর আত্মত্যাগ ভুলেই বাংলাদেশে এখন নতুন নিয়মকে সঙ্গী করে হাঁটছে

আরও পড়ুন: সিঙ্গাপুরে বাকযুদ্ধে জড়ালেন ভারত ও পাকিস্তানের সেনা কর্তারা

বাংলাদেশের নতুন নোটে যেমন হিন্দু, বৌদ্ধ ধর্মস্থানের ছবি রয়েছে, তেমনই প্রয়াত চিত্রশিল্পী জাইনুল আবেদিনের আঁকা ব্রিটিশ শাসনকালে বাংলার ছবি তুলে ধরা হয়েছে। শহিদ বেদির ছবিকে স্থান দেওয়া হয়েছে নতুন নোটে। মোট নয়টি নোট তৈরি করা হয়েছে। রবিবার তিনটি নতুন নোট প্রকাশ করা হয়, যার মধ্যে ২০, ৫০ ও ১০০০ টাকা। যেখানে ২০ টাকার নোটে রয়েছে হিন্দু মন্দিরের ছবি, ৫০ টাকায় মুসলিম স্থাপত্য ও ১০০০ টাকার নোটে রয়েছে বৌদ্ধ মন্দিরের ছবি। ধাপে ধাপে বাকি নোটগুলিও বাংলাদেশের বাজারে আনা হবে।

অন্য খবর দেখুন

Read More

Latest News