Monday, October 6, 2025
spot_img
Homeঅপারেশন সিঁদুরের পরেই বড়সড় সিদ্ধান্ত, ডিজিএমও পদ থেকে সরানো হল রাজীব ঘাইকে

অপারেশন সিঁদুরের পরেই বড়সড় সিদ্ধান্ত, ডিজিএমও পদ থেকে সরানো হল রাজীব ঘাইকে

ওয়েবডেস্ক- অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পরেই বড়সড় সিদ্ধান্ত। সেনাবাহিনীতে রদবদল। ভারতীয় সেনার (Indian Army) ডিজিএমও (DJMO) (ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন) পদ থেকে সরানো হল লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাইকে (Lieutenant General Rajiv Ghai) । সেনার নতুন উপপ্রধান (ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ) হচ্ছেন ঘাই।

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে সোমবার এক বিবৃতি দিয়ে এই কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাইকে সামরিক কৌশল বিভাগের দায়িত্বপ্রাপ্ত ‘ডেপুটি চিফ অফ স্টাফ (স্ট্র্যাটেজি) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন- বিহারের ভাঙল NDA জোট? চিরাগ লড়বেন একা, NDA সরকারের পতন, সময়ের অপেক্ষা?

প্রসঙ্গত, ২০২৪ সালে রাজীব ঘাই ডিজিএমও পদে যোগ দেন। ভারত-পাক সংঘাতে ঘাই ভারতীয় সেনার ডিজিএম পদে ছিলেন। তাঁর সঙ্গে যুদ্ধ বিরতি নিয়ে কথা বলেছিলেন পাকিস্তান সেনার ডিজিএমও মেজর জেনারেল কাশিফ আবদুল্লা। শ্রীনগর স্থিত ১৫ নম্বর কোর (চিনার কোর)-এর জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) পদে ছিলেন তিনি।

১০ মে ভারতীয় ও পাকিস্তানি সেনার, লেফটেন্যান্ট জেনারেল রাজীব এবং মেজর জেনারেল কাশিফ আবদুল্লার আলোচনার পরেই ‘অপারেশন সিঁদুর’ পরবর্তী সংঘর্ষের বিরতি হয়েছিল।

দেখুন আরও খবর-

Read More

Latest News