Wednesday, October 8, 2025
spot_img
Homeআমেরিকায় থাকতে লাগবে ট্রাম্প কার্ড! দাম কত জানেন?

আমেরিকায় থাকতে লাগবে ট্রাম্প কার্ড! দাম কত জানেন?

ওয়েব ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) অনেকদিনের ইচ্ছের ট্রাম্প-কার্ড (Trump Card) আসতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট নিজেই এই ঘোষণা করলেন। ৫০ লক্ষ ডলার দামের এই কার্ডের পোশাকি নাম গোল্ড কার্ড (Gold Card)। ভারতীয় টাকায় প্রায় ৪৩ কোটি টাকার এই কার্ড কিনলে মিলবে আমেরিকায় বসবাসের অনুমতি। তবে কার্ড কিনলেও সে দেশের নাগরিকত্বের কোনও প্রতিশ্রুতি দিচ্ছেন না ট্রাম্প। দেশের হাফ-নাগরিকত্ব বেচে এহেন ব্যাবসা আগে কখনও হয়েছে কি, উঠছে প্রশ্ন।

ট্রাম্প বলেছেন, গোল্ড কার্ড অনেকটা গ্রিন কার্ডের (Green Card) মতো তবে এর সুযোগ-সুবিধা আরও উচ্চ পর্যায়ের। তিনি আরও জানান, আবেদন করতে উৎসাহীরা ট্রাম্পকার্ড ডট গভ নামের নতুন ওয়েবসাইটে ঢুকে ফর্ম ফিল আপ করে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।

আরও পড়ুন: মোদির উপর দায় চাপিয়ে দায় এড়ালেন ইউনুস!

নিজের সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ সোশ্যাল’-এ মার্কিন প্রেসিডেন্ট জানান, ৫০ লক্ষ আমেরিকান ডলার দিয়ে ট্রাম্প কার্ড পেতে পারেন উৎসাহীরা। পৃথিবীর শ্রেষ্ঠ দেশ এবং দুনিয়ার সমস্ত বাজারে ঢোকার জন্য কী করে এই সুন্দর রাস্তার সওয়ারি হওয়া যায়, তা হাজার হাজার মানুষ জানতে চাইছেন বলে দাবি ট্রাম্পের।

মার্কিন প্রেসিডেন্ট এও জানান, এই ব্যবস্থা চালু করতে তাঁর কংগ্রেসের অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই। কারণ ট্রাম্প কার্ড কাউকে আমেরিকার নাগরিকত্ব (US Citizenship) দেবে না, তবে নাগরিকত্ব পাওয়ার একটা রাস্তা খুলে দেবে। আমেরিকার নাগরিকত্ব পাওয়ার সবথেকে পরিচিত উপায় হল, ১৮ বছরের উপরের কোনও ব্যক্তি সে দেশে টানা পাঁচ বছর থেকে আবেদন করা। এক্ষেত্রে ওই ব্যক্তিকে ইংরেজিতে কথা বলার প্রাথমিক জ্ঞান থাকতে হবে এবং তার ভালো নৈতিক চরিত্র হতে হবে।

দেখুন অন্য খবর:

Read More

Latest News