ভোররাতে পরপর ২ বার কেঁপে উঠল পাকিস্তান, ছড়াল আতঙ্ক

ওয়েব ডেস্ক: রবিবারের ভোররাত। আচমকা কেঁপে উঠল পায়ের তলার মাটি। একবার নয়, পর পর বেশ কয়েকবার অনুভূত হল ভুকম্পন (Earthquake)। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে এল মানুষজন। এদিন পাকিস্তানের (Pakistan) ঘুম ভাঙল এভাবেই। জানা গিয়েছে, প্রথমে ৫.২ এবং পরে ৪.৫ মাত্রার ভূমিকম্প হয় একাধিক পাক প্রদেশে।

ভারতের জাতীয় ভূকম্পন বিজ্ঞান কেন্দ্র (National Center for Seismology)-র তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটি ভারতীয় সময় অনুযায়ী রাত ৩টা ৫৪ মিনিটে অনুভূত হয়। ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১৫০ কিলোমিটার গভীরে। কম্পন অনুভূত হয় মূলতান থেকে কোয়েটা পর্যন্ত। এরপর দ্বিতীয় ভুমিকম্প হয় সকাল ৮টা ২ মিনিটে। এর মাত্রা ছিল ৪.৫। তবে এখনও পর্যন্ত এই ভূকম্পনের কারণে কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: বিরাট বিস্ফোরণে কাঁপল পাকিস্তান! দিনেদুপুরে মৃত ১৬ পাক সেনা

পাকিস্তান এমনিতেই একটি ভূমিকম্প প্রবণ দেশ। আসলে ভারতীয় এবং ইউরেশিয় টেকটোনিক প্লেটের মাঝে রয়েছে পাকিস্তান। বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া, গিলগিট-বালতিস্তান সংলগ্ন এলাকা ইউরেশিয় প্লেটের দক্ষিণ দিকে অবস্থিত। অন্যদিকে, সিন্ধ, পাঞ্জাব এবং পাক-অধিকৃত জম্মু-কাশ্মীর রয়েছে ভারতীয় প্লেটের উত্তর-পশ্চিম দিকে। তাই মাটির গভীরে প্লেটের দোলাচল ঘটলেই পাকিস্তানে ভূমিকম্প হয়।

পাকিস্তানের ইতিহাসে একাধিকবার ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে। ২০১৫ সালে পাকিস্তান ও আফগানিস্তানে ৭.৫ মাত্রার ভূমিকম্পে প্রায় ৪০০ জনের মৃত্যু হয়। ২০০৫ সালের ৭.৬ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারান ৭৩,০০০-এরও বেশি মানুষ। এছাড়াও ২০২১ সালে বালুচিস্তানের ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত হন।

দেখুন আরও খবর: