Saturday, September 13, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeপুরনো চাকরিতে যারা ফিরতে চায় তাদের নিয়ে বড়সড় পদক্ষেপ শিক্ষা দফতরের

পুরনো চাকরিতে যারা ফিরতে চায় তাদের নিয়ে বড়সড় পদক্ষেপ শিক্ষা দফতরের

কলকাতা: পুরনো চাকরিতে যারা ফিরতে চায় এ বার তাদের নিয়ে বড়সড় পদক্ষেপ শিক্ষা দফতরের (SSC)। যারা পুরনো চাকরিতে ফিরতে আবেদন করেছেন তারা ‘যোগ্য’ না ‘অযোগ্য’ তা জানাতে হবে ডি-য়াইদের। তিন দিনের মধ্যে এই রিপোর্ট পাঠাতে হবে শিক্ষা দফতরের কাছে।

এখনও পর্যন্ত ১৫০০০ বেশি আবেদন জমা পড়েছে শিক্ষা দফতরের কাছে। তাদের তথ্য চেয়ে পাঠালো শিক্ষা দফতর ডিয়াইদের কাছ থেকে। সুপ্রিম কোর্টের রায় ৪৭ নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছিল। যাঁরা পুরনো চাকরিতে ফিরতে চায়। তাদের অ্যাপ্লিকেশন করার তিন মাসের মধ্যে তাঁদের পুরনো চাকরিতে ফেরানোর ব্যবস্থা করতে হবে। সেই নিয়মকে মান্যতা দিয়ে প্রথম পদক্ষেপ সরকারের।

আরও পড়ুন: বাংলার মুখ উজ্জ্বল করলেন জুয়েল, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

বিকাশ ভবন, কমিশনার, প্রিন্সিপাল সেক্রেটারি, প্রাইমারি, ডিপিএসসি গুলিতে অ্যাপ্লিকেশন জমা পরে পৃথক ভাবে। অনেকে আবার মাদ্রাসা ও এসএসসি অফিসেও দরখাস্ত করেছে। রাজ্যের সমস্ত প্রাইমারি ও সেকেন্ডারি ডিআইিদের কাছে নির্দেশ গেল দফরের কাছ থেকে। নির্দেশের পাশাপাশি ফরম্যাট‌ও পাঠানো হয়েছে। সেখানে ডিয়াইদের জানাতে হবে আবেদনকারীরা আগে কোথায় কোন স্কুলে চাকরি করত। ২০১৬ এসএলএসটিতে কোন স্কুলে তাঁরা যোগদান করেছে। সংশ্লিষ্ট চাকরি প্রার্থীর অ্যাপ্রুভাল হয়ছিল কিনা। ঠিক মতোই স্যালারি পাচ্ছিলেন কিনা। ট্রান্সফার নিয়ে অন্য কোথাও গিয়েছিল কিনা। তার যাবতীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ।

দেখুন আরও খবর:

Read More

Latest News