ভয়ঙ্কর হড়পা বান! তলিয়ে গেল একই পরিবারের ১৮ জন, দেখুন ভিডিও

ওয়েব ডেস্ক: কিছুদিন আগেই জলসঙ্কট থাকলেও এবার ভয়াবহ বন্যার কবলে পাকিস্তান (Pakistan)। খাইবার পাখতুনখোয়া প্রদেশে হড়পা বানে (Flash Flood) তলিয়ে গেলেন একই পরিবারের ১৮ জন। শুক্রবার প্রবল বৃষ্টির জেরে সোয়াত নদীর তীরবর্তী পর্যটন কেন্দ্রে ঘটে এই মর্মান্তিক ঘটনা। এখনও পর্যন্ত ৯ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি নিখোঁজদের সন্ধানে জোর তল্লাশি শুরু করেছে প্রশাসন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সোয়াত নদীর শান্ত জলে পরিবার-পরিজন নিয়ে অবকাশ যাপনে গিয়েছিলেন তাঁরা। অনেকেই তখন নদীর তীরে বসে খাওয়া-দাওয়া করছিলেন, শিশুরা খেলায় মগ্ন ছিল জলে। সেই সময় হঠাৎই পাহাড়ি অঞ্চলে প্রবল জলোচ্ছ্বাস নামে। নদীতে সৃষ্টি হয় হড়পা বান। কয়েক সেকেন্ডের মধ্যেই ভেসে যায় সবকিছু।

আরও পড়ুন: বিরাট বিস্ফোরণে কাঁপল পাকিস্তান! দিনেদুপুরে মৃত ১৬ পাক সেনা

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ঘটনার একটি ভিডিও (Viral Video)। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, স্রোতের মাঝে একটি ছোট ভূমিখণ্ডে আটকে রয়েছেন কয়েকজন মহিলা ও শিশু। আরও কয়েকজন সেখানে উঠতে গিয়ে স্রোতের টানে ভেসে যাচ্ছেন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ৭৩ জন পর্যটক ওই অঞ্চলে আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে। অন্তত ৮০ জন উদ্ধারকর্মী পাঁচটি পৃথক জায়গায় কাজ চালাচ্ছেন। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকার্য চালাতে সহযোগিতা করছেন। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছেন।

দেখুন আরও খবর: