Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeভারী বৃষ্টির সতর্কতা বিভিন্ন জেলায়, কবে থামবে বৃষ্টি? জানুন

ভারী বৃষ্টির সতর্কতা বিভিন্ন জেলায়, কবে থামবে বৃষ্টি? জানুন

ওয়েব ডেস্ক: গত দুদিন ধরে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে টানা বৃষ্টি চলছে। রোদের দেখা প্রায় নেই। বর্ষা প্রবেশ করলেও ভ্যাপসা গরম তেকে মুক্তি নেই বঙ্গবাসীর। কবে কমবে বৃষ্টি? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে।

ফের সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। যার জেরে আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালা তেকে মাঝারি বৃষ্টি চলবে। জানা গিয়েছে, রবিবার ও সোমবার চলবে টানা বৃষ্টি। সঙ্গে বইবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার থেকে বৃষ্টির প্রকোপ কিছুটা কমলেও বুধাবার পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা জারি রয়েছে কলকাতা সহ আশেপাশের বেশ কিছু জেলায়।

আরও পড়ুন:  রাজ্যজুড়ে তুমুল বর্ষা! ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের ৯ জেলা

আবহাওয়া দফতর বলছে, হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া , উত্তর ২৪ পরগনায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম , পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনায় ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। বর্ধমানের দুই জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। পাশাপাশি ২৫ জুন পর্যন্ত সমুদ্র সংলগ্ন এলাকায় ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে আপাতত মৎস্যজীবিদের কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। তবে উত্তরবঙ্গেও সক্রিয় বর্ষা। উপরের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পং-এ বারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পাশাপাসি মালদহেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বলে হাওয়া অফিস জানিয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিও হতে পারে।

দেখুন অন্য খবর

Read More

Latest News