Thursday, September 11, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeসুপ্রিম অনুমোদন সত্ত্বেও বিচারপতি নিয়োগে পদক্ষেপ নেয়নি হাইকোর্ট!

সুপ্রিম অনুমোদন সত্ত্বেও বিচারপতি নিয়োগে পদক্ষেপ নেয়নি হাইকোর্ট!

ওয়েব ডেস্ক: জমে থাকা ফৌজদারি মামলার নিষ্পত্তির স্বার্থে অতিরিক্ত বিচারপতি নিয়োগে অনুমোদন দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। তা সত্ত্বেও দেশের কোনও হাইকোর্ট (High Courts) পদক্ষেপ করেনি। পাঁচ মাস আগে সুপ্রিম কোর্ট অনুমোদন দেওয়া সত্ত্বেও হাইকোর্টগুলি থেকে এই ব্যাপারে সাড়া মেলেনি বলে অভিযোগ সরকারি সূত্রে। বস্তুত এমন নিয়োগের জন্য কোনও হাইকোর্টের কলেজিয়াম (High Court Collegium) পদক্ষেপই করেনি বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে দেশের ২৫টি হাইকোর্টের কোনওটি থেকে এমন প্রস্তাব আসেনি।

আরও পড়ুন: লখনউয়ে অবতরণের সময় বিমানের চাকায় আগুন! প্রাণে বাঁচলেন যাত্রীরা

কোনও হাইকোর্টে যত জন বিচারপতি নিয়োগ হওয়ার কথা, সেই সংখ্যার সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত বিচারপতি নিয়োগে ৩০ জানুয়ারি অনুমোদন দেয় শীর্ষ আদালত। অর্থাৎ কলকাতা হাইকোর্টে যেহেতু ৭১টি অনুমোদিত বিচারপতির পদ রয়েছে, তাই সেখানে সর্বোচ্চ সাতজন এমন বিচারপতি নিয়োগ হতে পারেন। এই অনুমোদন সূত্রে হাইকোর্টের কলেজিয়ামগুলির তরফ থেকে বিচারপতিদের নাম আইন মন্ত্রকে সুপারিশ করার কথা। মন্ত্রক সেই নামগুলি ঝাড়াই বাছাই করে পাঠাবে সুপ্রিম কোর্টের কলেজিয়ামের (Supreme Court Collegium) কাছে। কলেজিয়াম পদ্ধতি অনুসরণ করে সেখান থেকে বাছাই করা নামের তালিকা নিয়োগ করার জন্য সরকারের কাছে সুপারিশ করবে। সরকার সেই তালিকায় অনুমোদন দিয়ে পাঠাবে রাষ্ট্রপতির কাছে নিয়োগে সম্মতিসূচক স্বাক্ষরদানের জন্য।

দেখুন অন্য খবর:

Read More

Latest News