Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeমেঘভাঙা বৃষ্টিতে নাজেহাল হিমাচলবাসী, ভূমিধসে মৃত বেড়ে ১৫

মেঘভাঙা বৃষ্টিতে নাজেহাল হিমাচলবাসী, ভূমিধসে মৃত বেড়ে ১৫

ওয়েব ডেস্ক: মেঘভাঙা বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধসের কবলে হিমাচল প্রদেশ (Himachal Pradesh)। বাড়ছে মৃতের সংখ্যা। ওই রাজ্যের সরকারি তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৫। নিখোঁজ বহু। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ। ভারী বৃষ্টির ফলে জলমগ্ন এলাকা। প্রাকৃতিক দুর্যোগের ফলে ২৯.১৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা গিয়েছে, বৃষ্টিতে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কুলু ও কাংড়া জেলার। উদ্ধার কাজ শুরু করেছে রাজ্য বিপর্যয় কেন্দ্র। পাশাপাশি, ক্ষয়ক্ষতি নিয়ে একটি বিস্তারিত তথ্য প্রকাশ করেছে SEOC। রিপোর্ট বলছে, বৃহস্পতিবার পর্যন্ত কাংড়া জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬। কুলুতে নিখোঁজ ৩। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

আরও পড়ুন: ২০২৬ সালেই বাজারে আসতে চলেছে ডেঙ্গি প্রতিরোধক

উল্লেখ্য, গত কয়েকদিনের মুষলধারে বৃষ্টির কারণে বিয়াস ও শতদ্রু নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। মেঘভাঙা বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত জিভা নালা, হুরলা নালা এবং বানজার। শুক্রবার ধর্মশালার খানিয়ারার মানুনি খাদে বন্যায় ভেসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম নিতিন কুমার। জানা গিয়েছে, ফতেহপুরের নাঙ্গাল পঞ্চায়েতের পাংখুদা গ্রামের বাসিন্দা।

আবহাওয়া দফতর (IMD) সূত্রে খবর, হিমাচল প্রদেশের ৮ জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ২৯, ৩০ জুন এবং ১ জুলাই উনা, বিলাসপুর, হামিরপুর, কাংড়া, সিরমাউর এবং সোলানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও চাম্বা, কুলু, সিমলা এবং মান্ডিতেও ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে।

দেখুন আরও পড়ুন: 

Read More

Latest News